আদিবাসী সংগঠনের দাবি
ভারত জাকাত মাঝি পারগানা মহলের দাবি, অবিলম্বে সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন, সাঁওতালি মাধ্যম স্কুল গুলিতে স্থায়ী শিক্ষক নিয়োগ, প্রতিটি জেলায় সাঁওতালি মাধ্যম কলেজ তৈরি, বন্ধ হোষ্টেল চালু করতে হবে। এরকম বেশ কয়েক দফা দাবিতে বুধবার সকাল ছ’টা থেকে রাজ্য ব্যাপি ১২ ঘন্টা ‘রোড চাক্কা জ্যামে’র ডাক দিয়েছে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। অবরোধকারী সংগঠন সূত্রে খবর, জেলায় জেলায় সাঁওতালি মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চরম অবহেলার শিকার। একদিকে বিষয় ভিত্তিক শিক্ষক নেই, অন্যদিকে পর্যাপ্ত বইয়ের অভাব রয়েছে। শুধুমাত্র বাঁকুড়া জেলাতে ১০৬ টি সাঁওতালি মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় ছিল। বর্তমানে তা ৫০-এ নেমে এসেছে। তাছাড়া হোস্টেল গুলি তো আগেই বন্ধ হয়েছে। এই অবস্থায় তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে ঐ সংগঠন সূত্রে জানানো হয়েছে।
বাঁকুড়ায় অবরোধ
সকাল থেকে ব্যস্ততম বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কের উপর (Bankura -Durgapur State Highway) হেভির মোড়েও আদিবাসী সংগঠনটির অবরোধের জেরে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী আটকে পড়েছে। বাঁকুড়া সদর মহকুমার হেভির মোড়, ছাতনার খড়বনা হোটেল মোড়, গঙ্গাজলঘাটির বড়জুড়ি মোড়, বিষ্ণুপুরের বাঁকাদহ, জয়পুর, কোতুলপুর, ইন্দাস, খাতড়া মহকুমার ইন্দপুর, হাতিরামপুর, খাতড়া, রানীবাঁধ, রাইপুর, পিরলগাড়ি মোড়, সিমলাপাল ও শিবডাঙ্গা মিলিয়ে জেলার ১৫ টি পয়েন্টে পথ অবরোধে সামিল হয়েছেন ঐ সংগঠনের সদস্যরা।
পশ্চিম মেদিনীপুরে অবরোধ
সকাল থেকেই ক্ষীরপাই হালদার দিঘী, দাসপুরের বকুলতলা সহ পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলায় একাধিক জায়গায় অবরোধ শুরু সংগঠনের। সাঁওতালি মাধ্যমে পঠন পাঠন এর পরিকাঠামো উন্নয়ন, ভুয়ো এসটি শংসাপত্র প্রধান বন্ধ সহ একাধিক দাবিকে সামনে রেখে আদিবাসী সংগঠনের এই কর্মসূচি।
পুরুলিয়ায় অবরোধ
পুরুলিয়া (Purulia) জেলার যে মোড় গুলিতে অবরোধ চলছে সেগুলি হল নেতুরিয়া ব্লকের হরিডি, সাতুঁড়ি ব্লকের বেনাগড়িয়া , হুড়া ব্লকের লালপুর, মানবাজার ১ ব্লকের রাইস মিল, মানবাজার ২ ব্লকের সিধু কানুহু মোড়, ঝালদা ২ ব্লকের কোটশিলা, পুরুলিয়া ১ ব্লকের দামদা মোড়, বরাবাজার ব্লকের বামনডি মোড়ে। জরুরি পরিষেবা ছাড়া বাকি সব গাড়ি আটকে দেওয়া হয়েছে।
ঝাড়গ্রামে অবরোধ
ঝাড়গ্রাম (Jhargram) শহরের মধ্যে পুরাতন ঝাড়গ্রাম এলাকার সারদা বিদ্যাপীঠ স্কুলের মোড়ে লোধাশুলী হয়ে ঝাড়গ্রাম ঢোকার পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেছে পারগানা মহল। জামবনী ব্লকের পড়িহাটি , চিল্কিগড় অবরোধ করা হয়েছে। নয়াগ্রামের খড়িকামাথানি, গোপীবল্লভপুর বাজারের হাতিবাড়ি মোড়, কলকাতা মুম্বাই ছ’নম্বর জাতীয় সড়কে ফেঁকো মোড়ে এবং গজাশিমুলের কাছে অবরোধ করা হয়েছে। শিলদা চক, চাকাডোবা, ঝাড়গ্রাম-মেদিনীপুর রাস্তায় ধেরুয়ার কাছে এছাড়াও রামগড়েও অবরোধ করা হয়েছে পারগানা মহলের পক্ষ থেকে। পারগানা মহলের অবরোধের জোরে স্তব্ধ হয়ে গেছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ গোটা জঙ্গলমহল ।