Alipurduar News : সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট নাকি আবর্জনার ডাম্পিং? বিভ্রান্তিতে বিক্ষোভ আলিপুরদুয়ারের গ্রামে – alipurduar gram panchayat initiative to create solid waste management on nonai river banks


West Bengal News : আলিপুরদুয়ার জেলায় নোনাই নদীর তীরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট (Solid Waste Management) তৈরির উদ্যোগ বিবেকানন্দ ১ নং গ্রাম পঞ্চায়েতের। তবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নাকি ‘ডাম্পিং গ্রাউন্ড’ তা নিয়ে ধোঁয়াশা দেখা দেয় গ্রামবাসীদের মধ্যে। প্রতিবাদে বিরোধী কমিটি গড়ে আন্দোলনের পথে বিবেকানন্দ ১ গ্রাম পঞ্চায়েতের চেচাখাতা মিশন রোড এলাকার বাসিন্দারা।

Murshidabad News : টিউবওয়েল অকেজো, মুর্শিদাবাদের গ্রামে নদীর জলই ভরসা
মঙ্গলবার দুপুর নাগাদ চেচাখাতা মিশন রোড এলাকায় নোনাই নদীর ধারে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের শিলান্যাস করে বিবেকানন্দ ১ নং গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। বিষয়টি স্থানীয়দের নজরে আসে। খোঁজ খবর নিতেই অবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারা। নদীর ধারে ডাম্পিং গ্রাউন্ডের খবরে শোরগোল তৈরি হয় এলাকায়। বাসিন্দাদের কেন জানানো হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন গ্রামবাসীরা। কর্তৃপক্ষ অবশ্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তৈরি করছেন বলেই আশ্বাস দেন গ্রামবাসীদের। এই বিষয়ে বিবেকানন্দ ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিপাশা রায় বলেন, “সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তৈরি হবে। তবে তার আগেই জেলা প্রশাসনের তরফে এলাকা পরিদর্শন করা হয়েছিল। সাধারণ মানুষকে জানানো হয়েছিল। তবে কেউ কেউ হয়তো বিষয়টি বুঝতে পারেননি। শেষ পর্যন্ত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মডেল দেখানোর পর স্থানীয়রা বুঝতে পারেন।”

Malda News : দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, সংস্কারের দাবিতে ভোট বয়কটের ডাক মানিকচকে
জানা গিয়েছে, চেচাখাতা মিশন রোড এলাকায় নোনাই নদীর তীরে যেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, সেখানে কোনও বাঁধ নেই। ফলে বর্ষাকালে এলাকা সহজেই জলমগ্ন হয়ে পরে। সেক্ষেত্রে সহজেই নদীর জল দূষিত হওয়ার আশঙ্কা করছেন পরিবেশ কর্মীরা। এছাড়াও ওই নদী সংলগ্ন এলাকায় ছট ও বাসন্তী পুজো করা হয়। এমনকি স্নানের মেলাও হয়ে থাকে ওই এলাকায়। তাই গ্রামবাসীরা সেখানে আবর্জনা ফেলার বিষয়ে আপত্তি করছেন। তবে গ্রাম পঞ্চায়েত দফতর অবশ্য সেখানে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তৈরি করা হবে বলে জানান। প্রাচীর দিয়ে ওই প্রকল্পটি ঘিরে দেওয়া হবে। ফলে আবর্জনা জলে মিশতে পারবে না বলে দাবি তাঁদের। এমনকি সেখানে আবর্জনা পুনর্ব্যবহারযোগ্য (Recycling) করার পর সার তৈরি করা হবে বলেও জানান তাঁরা।

Alipurduar District Hospital : উপযুক্ত পরিকাঠামো ছাড়াই বিরল অস্ত্রোপচারে সাফল্য, নজির আলিপুরদুয়ার হাসপাতালের
বিষয়টি নিয়ে আলিপুরদুয়ারেরBJP বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, “তৃণমূল সরকারের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে চরম ভাঁওতাবাজির শিকার আলিপুরদুয়ারবাসী। দীর্ঘ সময় আগে আলিপুরদুয়ার জেলা ঘোষণা হলেও আলিপুরদুয়ার পুরসভার তরফে একাধিকবার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তা বাস্তবায়িত হয়নি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *