Apu Biswas : হুমায়ুন কবীরের ১০ লাখি জন্মদিনের পার্টিতে ‘শো স্টপার’ বাংলাদেশের নায়িকা অপু বিশ্বাস! বিতর্ক – apu biswas was present in humayun kabir tmc mla birthday party which creates controversy


Produced by Tuhina Mondal | EiSamay.Com | Updated: 5 Jan 2023, 2:38 pm

তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন ওপার বাংলার নায়িকা অপু বিশ্বাস। এই নিয়ে বিতর্ক শুরু।

 

Apu Biswas
হুমায়ুন কবীরের জন্মদিনে অপু বিশ্বাস (ছবি সৌজন্যে ফেসবুক Apu Biswas)

হাইলাইটস

  • কয়েক লাখ টাকা খরচ করে নিজের জন্মদিনে পার্টি দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
  • সেখানের নিমন্ত্রিত ছিলেন প্রায় পাঁচ হাজার জন।
  • তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশের সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাসও।
কয়েক লাখ টাকা খরচ করে নিজের জন্মদিনে পার্টি দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর(Humayun Kabir)। মঙ্গলবার ছিল তাঁর ৬০তম জন্মদিন। মুর্শিদাবাদের (Murshidabad News) ভরতপুরের বিধায়কের জন্মদিন উপলক্ষ্যে ছিল এলাহি খানাপিনার আয়োজন। সেখানের নিমন্ত্রিত ছিলেন প্রায় পাঁচ হাজার জন। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশের সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাসও। এই কথা জানাজানি হতেই শুরু হয়েছে বিতর্ক। বাংলাদেশেও শুরু হয়েছে হইচই। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে দলের নেতাদের জন্য একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবারই কলকাতায় নজরুল মঞ্চ থেকে দলের নেতা, কর্মীদের সাধারণ জীবনযাপন করার পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়। তার পরদিনই রীতিমত ঘটা করেই নিজের জম্মদিন পালন করেন মুর্শিদাবাদ জেলার এই তৃণমূল নেতা তথা বিধায়ক। যদিও কোনও রকম রাখঢাক না করেই হুমায়ুন কবীরজানিয়েছে, তাঁর জন্মদিন পালনে খরচ হয়েছে প্রায় দশ লাখ টাকা। তবে, জন্মদিন পালন করা নিয়ে বিতর্কের কিছু দেখতে পাননি তিনি।

Humayun Kabir: কয়েক লাখ খরচে জন্মদিনের পার্টি! বিদেশি নায়িকা সহ আমন্ত্রিত ৫ হাজার, মুখ খুললেন তৃণমূল বিধায়ক
হুমায়ুন কবির জানিয়েছেন, প্রতি বছর ঘটা করেই তিনি তাঁর জন্মদিন পালন করেন। অন্যান্য বারে আরও বেশি মানুষ নিমন্ত্রিত থাকে। মঙ্গলবার ৬০ বছরে পা দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। সেই উপলক্ষেই ভরতপুরের সালারে প্রায় পাঁচ হাজার মানুষের খাওয়াদাওয়ার বিরাট আয়োজন করা হয়। রাতভর হয় নাচ, গান, নানা অনুষ্ঠান। সেখানে ৬০ পাউন্ড ওজনের কেক কাটেন হুমায়ুন। সেটির দাম প্রায় ৩৫ হাজার টাকা। রাতের মেনুতে ছিল বিরিয়ানি, মাটন সহ আরও অনেক লোভনীয় পদ।

Suvendu Adhikari : ‘পাথর ছোড়া পার্টির দিন ঘনিয়ে আসছে…’, বন্দে ভারতের ঘটনা নিয়ে আক্রমণ শুভেন্দুর
এই পার্টিতেই ছিলেন বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাস (Apu Biswas)। বিধায়কের জন্মদিনে এই এলাহি আয়োজন এবং বাংলাদেশের অভিনেত্রীর অংশ নেওয়া নিয়ে অনেকেই কটাক্ষ করেছেন মুর্শিদাবাদ জেলার বিরোধী দলের নেতারা। যদিও সব কিছু উড়িয়ে দিয়েছেন বিধায়ক । তাঁর দাবি, ”এটা ভরতপুরবাসীর কাছে নতুন লাগতে পারে কিন্তু মাণিক্যহার নারকেলডাঙায় প্রতিবছর আমার জন্মদিন পালন করা হয় এভাবেই।” উল্লেখ্য, কিছুদিন ধরেই অপু বিশ্বাস আলোচনার কেন্দ্রে ছিলেন। শাকিব খানের সঙ্গে বুবলির বিয়ের কথা সামনে আসার পর এক একবার অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা শুরু হয়।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *