Bank Fraud : বৃদ্ধাকে ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে ১৯ লাখ টাকার প্রতারণা! গ্রেফতার কেয়ার ম্যানেজার – bank fraud case of 19 lakh rupees by making old woman sign a blank check in lake town


West Bengal News : বৃদ্ধাকে ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে তুলে নেওয়া হতো টাকা। এক-দুবার নয়, একাধিকবার বৃদ্ধাকে ঠকিয়ে মোট ১৯ লাখ টাকার প্রতারণা করার অভিযোগ বৃদ্ধার কেয়ার ম্যানেজারের বিরুদ্ধে। লেকটাউন থেকে গ্রেফতার প্রাইভেট সংস্থার কেয়ার ম্যানেজার। অভিযুক্তের নাম সুদীপ্ত বিশ্বাস। বুধবার অভিযুক্তকে গ্রেফতার করেছে লেক টাউন থানার পুলিশ (Lake Town Police Station)। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে (Bidhannagar Court) তোলা হয়।

Dakshin 24 Pargana : গাঁজা পাচারে সামিল স্বামী-স্ত্রী, উদ্ধার ২৬ কেজি গাঁজা
পুলিশ সূত্রে খবর, কালিন্দী এলাকার বাসিন্দা পেশায় ইংল্যান্ডের চিকিৎসক লিজা মুখোপাধ্যায়ের মা ৭৩ বছরের বৃদ্ধা জয়শ্রী গোস্বামী কালিন্দী এলাকায় থাকেন। পেশার তাগিদে বিদেশে থাকার জন্যে মায়ের দেখাশোনা করার জন্যে তিনি ২০১৮ সালে ‘ট্রিবিকা কেয়ার’ নামে একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে মাসিক ৮ হাজার টাকা বেতনের ভিত্তিতে একজন কেয়ার ম্যানেজারকে জয়শ্রী দেবীর দেখাশোনার জন্যে নিয়োগ করেন। তবে ২০২০ সালে সেই কেয়ার ম্যানেজারকে পরিবর্তন করে ওই সংস্থা। এরপরই ওই বৃদ্ধার দেখাশোনার জন্যে সুদীপ্ত বিশ্বাস নামে এক ব্যক্তিকে কেয়ার ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয়।

Bagtui Murder Case : লালন শেখের মৃত্যু তদন্তে নয়া মোড়, মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি মান্থা
পুলিশ সূত্রে খবর, চলতি মাসে জয়শ্রী দেবীর কন্যা লিজা মুখোপাধ্যায় কলকাতায় (Kolkata) ফিরে দেখতে পান তাঁর মায়ের ব্যাঙ্ক থেকে ১৯ লাখ টাকা উধাও হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে ওই বৃদ্ধা বিভিন্ন সময় ব্যাঙ্ক থেকে টাকা তোলার জন্যে ওই কেয়ার ম্যানেজারকে চেক লিখে দিতেন। বিভিন্ন সময় ওই ম্যানেজার চেকে সাক্ষর ভুল আছে বলে অন্য ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে নিত বলে পুলিশ সূত্রে খবর। সেই চেক দিয়ে নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতো অভিযুক্ত। বিষয়টি বুঝতে পেরে লেকটাউন থানার (Lake Town Police Station) দ্বারস্থ হন চিকিৎসক লিজা মুখোপাধ্যায়। ওই কেয়ার ম্যানেজারের নামে থানায় প্রতারণার অভিযোগ দায়ের করা হয়।

Cyber Crime : চাকরির টোপ দিয়ে কোটি টাকার প্রতারণা, বিধাননগর পুলিশের জালে ১৪
লিজা মুখোপাধ্যায়ের অভিযোগ, বৃদ্ধাকে ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে নেওয়ার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি বৃদ্ধার ATM কার্ডের পিন নম্বর জেনে সেখান থেকেও টাকা তুলতো বলে পুলিশ সূত্রে খবর। এরপরই গতকাল অভিযুক্ত কেয়ার ম্যানেজার সুদীপ্ত বিশ্বাসকে গ্রেফতার করে লেক টাউন থানার পুলিশ (Lake Town Police Station)। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে (Bidhannagar Court) তোলা হয়। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই প্রতারণার সঙ্গে আরও কারও যোগ রয়েছে কিনা সেটা তদন্ত করে দেখছে লেক টাউন থানার পুলিশ (Lake Town Police Station)। ওই বেসরকারি সংস্থার কেউ এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *