Bhatpara State General Hospital : চিকিৎসায় গাফিলতির অভিযোগ, নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার ভাটপাড়ায় – bhatpara state general hospital minor girl expired patient family members protested raising negligence in treatment


নাবালিকার মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের সদস্যরা।

 

Bhatpara State General Hospital
নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার ভাটপাড়া হাসপাতালে

হাইলাইটস

  • নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে।
  • চিকিৎসার গাফিলতির কারণেই ওই নাবালিকার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।
  • ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বুধবার।
North 24 Parganas : এক নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে (Bhatpara State General Hospital)। চিকিৎসার গাফিলতির কারণেই ওই নাবালিকার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। মৃত নাবালিকার নাম চান্দি চৌধুরী (১২)। বুধবার চিকিৎসা চলাকালীন ওই নাবালিকার মৃত্যু হয়। এরপরেই হাসপাতালে চত্বরে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের সদস্যরা। পরে ভাটপাড়া থানার পুলিশ (Bhatpara Police Station) এসে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বুধবার। পরিবার সূত্রে খবর, বুধবার সকালে চান্দি চৌধুরী পেটে ব্যথার কারণে চরম অসুস্থতা নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়। এরপর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে একটি ইনজেকশন দেয়। চিকিৎসা চলার কিছুক্ষণ পরেই ওই নাবালিকার মৃত্যু হয়। এই ঘটনার চিকিৎসকের দোষে মৃত্যু হওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে মৃতের পরিবার-পরিজনেরা। ঘটনাস্থলে যায় ভাটপাড়া থানার পুলিশ। পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Bhatpara Municipality : জগদ্দলে ফের বিস্ফোরণ, বোমার খোঁজে তল্লাশি পুলিশের! এলাকায় আতঙ্ক
রোগীর পরিবারের এক সদস্য জানান, বাচ্চাটি সকালে এক-দুবার বমি করেছিল। এরপর ওই নাবালিকা অজ্ঞান হয়ে যায়। চরম অসুস্থতা নিয়ে বাচ্চাটিকে ভাটপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর ওই রোগীকে ভর্তি নিয়ে প্রথমে স্যালাইন এবং পরে দুটি ইনজেকশন দেওয়া হয়। পরিবারের লোকজনকে দু’ঘণ্টা অপেক্ষা করার জন্য বলা হয়। পরিবারের লোকজনের অভিযোগ, দু’ঘণ্টা অপেক্ষা করার পর হাসপাতাল থেকে জানানো হয়, রোগীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। রোগীর পরিবারের সদস্যরা বাচ্চাটিকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করবে কিনা জিজ্ঞাসা করার কথা বললেও তাঁদেরকে আরও কিছুক্ষণ অপেক্ষা করার জন্য বলা হয় বলে দাবি পরিবারের। এর কিছুক্ষণ পরেই বাচ্চাটির মৃত্যু হয়।

Bomb Blast : বোমা বিস্ফোরণে শিশু মৃত্যুর জের, কাঁকিনাড়া স্টেশনে তল্লাশি রেল পুলিশের
রোগীর পরিবারের এক সদস্য বলেন, “ওকে শেষে একটা ইনজেকশন দেওয়া হল, তার পনেরো মিনিটের মধ্যে বাচ্চাটি মারা গেল। আমার কথা, জরুরি বিভাগে চিকিৎসার যদি কোনও ব্যবস্থা না থাকে, আমাদের রোগীকে অন্যত্র স্থানান্তরিত করে দেওয়ার কথা বলে দিলেই ঝামেলা মিটে যেত। এখনকার পুরো ব্যবস্থাটাই খারাপ।” বাচ্চাটির মৃত্যুর পরেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর পরিবারের সদস্যরা। হাসপাতাল কর্তৃপক্ষ ভাটপাড়া থানায় খবর দেয়। বেশ কিছুক্ষণের জন্য হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়। ভাটপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *