পুলিশ সূত্রে জানা গিয়েছে, জার দুটি জমিতে মাটির নীচে পোঁতা ছিল। জার দুটি ঘিরে রেখে পুলিশ বম্ব স্ক্যোয়াডে (Bomb Squad) খবর দেয়। বম্ব স্কোয়াড (Bomb Squad) দল এসে দুটি জার থেকে ২০টি তাজা বোমা (Fresh Bomb) উদ্ধার করে। এদিন বিকেলে ফাঁকা মাঠে সেগুলি নিস্ক্রিয় করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে জেলায় বারবার বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মুর্শিদাবাদ (Murshidabad) জেলা জুড়ে। এদিকে যেকোনও নির্বাচন মানেই উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙা। এদিনের বোমা উদ্ধারের ঘটনা সেই আতঙ্ক আরও বাড়িয়েছে। আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন সাধারন মানুষ। কে বা কারা বোমাগুলি মজুত রেখেছিল তদন্ত করে দেখছে পুলিশ।
কিছুদিন আগেই মুর্শিদাবাদ জেলারই সামশেরগঞ্জ (Samserganj) এলাকা থেকে ভারী পরিমানে বেআইনি অস্ত্র উদ্ধার করা হয়। ৭ টি পিস্তলসহ ৪০ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। গ্রেফতারও করা হয় তিন দুষ্কৃতীকে। সামশেরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। এর আগেও ডোমকল, সাগরদিঘির মতন জায়গা থেকে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনা মুর্শিদাবাদ জেলায় নতুন কিছু নয়।
গত বছরের ২২শে নভেম্বর সন্ধ্যায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর সাগরদিঘি থানার মোরগ্রাম এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে অস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করা হয়। এছাড়াও ২০২২ সাল শেষ হওয়ার ঠিক দুদিন আগেই সামশেরগঞ্জের ঘনবসতিপূর্ণ এলাকায় রাস্তার ধারে চারটি বালতি ঘিরে ব্যাপক বোমাতঙ্ক ছড়ায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌছায় সামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পরে বালতিগুলি থেকে বোমা উদ্ধার হয়।