Dev TMC : ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের, সাংসদ দেবের কাছে খবর যেতেই পৌঁছলেন BDO – trinamool congress mp and actor dev took initiative to solve problems of paschim medinipur villagers


West Bengal Local News কয়েকমাসের মধ্যে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি কিন্তু, শাসক থেকে বিরোধী সবপক্ষই মাঠে নেমে পড়েছে। নির্বাচন কাছে এগিয়ে আসতে রাজ্যের বিভিন্ন জেলার গ্রামে গ্রামবাসীদের অভাব-অভিযোগের কথা সামনে এসেছে। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও গ্রামে কোনও উন্নয়নমূলক কাজ হয়নি। পঞ্চায়েত বিরুদ্ধে এই অভিযোগ তুলে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত গোবিন্দনগর গ্রামের বাসিন্দারা। ভোট বয়কটের কথা জানিয়ে লাগানো হয়েছিল পোস্টারও। গ্রামে ঢোকার রাস্তার উপরে লাগানো ব্যানার। তাতে লেখা ‘গোবিন্দ নগর পূর্ব বুথের, বেরা মাঝি, আদক ও দাসপাড়ার, পানীয়জল ও ঢালাই রাস্তার প্রতিশ্রুতির বঞ্চনার দাবিতে ভোট বয়কট।’ গ্রামবাসীরা বয়কটের ডাক দিয়েছেন, এই খবর পৌঁছেছিল ঘাটালের তৃণমূল সাংসদ (Trinamool Congress MP) দেবের (Actor Dev) কাছে। সাংসদের কাছে খবর পৌঁছতেই নড়চড়ে বসল প্রশাসন।

Dev Mithun Projapoti Box Office : বাংলা সিনেমার পাশে দর্শক, বছরের প্রথম দিন কোটি টাকার ব্যবসা দেব-মিঠুনের ‘প্রজাপতি’-র
সাংসদ মারফত স্থানীয় প্রশাসনের কাছে খবর পৌছতেই গ্রামে হাজির হন বিডিও বিকাশ নস্কর। স্থানীয় তৃণমূল নেতারাও তড়িঘড়ি গ্রামে গিয়ে পৌঁছন। বিডিও গ্রামের মানুষকে দ্রুত সমস্যা সমাধানে আশ্বাস দেন প্রশাসন ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব যাবতীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিতে গ্রাম থেকে ভোট বয়কটের পোস্টার খুলে নেন গ্রামবাসীরা।

Dev on Mithun Chakraborty: ‘সিনেমাটা আমার বিষয়, ওটা ছেড়ে দিন আমি বুঝে নেব’, প্রজাপতি বিষয়ে মুখ খুললেন দেব
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন পেরিয়ে গেলেও তাদের গ্রামের সমস্যা সমাধানে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বছরের পর বছর ধরে বঞ্চিত তারা। গ্রামে রাস্তা নেই। নেই পানীয় জলের ব্যবস্থাও। গ্রামের মহিলাদের দূর থেকে পানীয় জল সংগ্রহ করে নিয়ে আসতে হয়। অনেকে জানিয়েছেন পুকুরের জল খেয়েও তাদের থাকতে হচ্ছে। স্থানীয় নন্দনপুর ২ গ্রাম পঞ্চায়েত সমস্যা সমাধানে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। দাবি দাওয়া দীর্ঘদিন ধরে পূরণ না হওয়ায় তীব্র ক্ষোভে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা, এমনটা দাবি গ্রামবাসীদের।

Dev Mithun Projapoti Box Office Collection : দেব-মিঠুনের ছবি উসকে দিল বিতর্ক, বক্স অফিসে কত কোটি আয় প্রজাপতির?
যদি গ্রামবাসীদের অভিযোগের কথা মানতে চাননি গ্রাম পঞ্চায়েতর সদস্য রেখা গোস্বামী বলেন ‘আমরা জলের সমস্যা সমাধানে অনেক কাজ করছি। কিছু কাজ হয়তো বাকি রয়েছে। বিভ্রান্তি তৈরি করতেই কিছু মানুষ এই কাজ করেছে।’ তৃণমূল নেতা কৌশিক কুলভি বলেন ‘ওখানে জলের সমস্যা রয়েছে আমার সেটা জানতাম না। সাংসদ দেবের নির্দেশে আমার সেখানে যাই। তিনি আমাদের সরেজমিনে খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে বলেছিলেন। ওখানে সত্যি জলের সমস্যা রয়েছে। আমার সমস্যা সমাধানে উদ্যোগ নেব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *