Didir Suraksha Kawach : ‘সুরক্ষাকবচ’ কর্মসূচীতে দিদি কি ভবানীপুরে, ইঙ্গিত দলীয় সূত্রে – didir suraksha kawach campaign mamata banerjee may be present at bhabanipur


তৃণমূল কংগ্রেসের জনসংযোগ কর্মসূচি ‘দিদির সুরক্ষাকবচ’-এ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করতে পারেন ভবানীপুরে।

 

Didir Suraksha Kawach
‘দিদির সুরক্ষাকবচ’

হাইলাইটস

  • তৃণমূল কংগ্রেসের জনসংযোগ কর্মসূচি ‘দিদির সুরক্ষাকবচ’-এ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করতে পারেন ভবানীপুরে।
  • এমনই ইঙ্গিত মিলেছে তৃণমূলের দক্ষিণ কলকাতা জেলা নেতৃত্বের তরফে।
  • যদিও তৃণমূলনেত্রী এখনও সবুজ সঙ্কেত দেননি বলেই দলের একাংশের বক্তব্য।
এই সময়: তৃণমূল কংগ্রেসের জনসংযোগ কর্মসূচি ‘দিদির সুরক্ষাকবচ’-এ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করতে পারেন ভবানীপুরে। এমনই ইঙ্গিত মিলেছে তৃণমূলের দক্ষিণ কলকাতা জেলা নেতৃত্বের তরফে। যদিও তৃণমূলনেত্রী এখনও সবুজ সঙ্কেত দেননি বলেই দলের একাংশের বক্তব্য। দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলায় ‘দিদির সুরক্ষাকবচ’ কী ভাবে রূপায়িত হবে, মঙ্গলবার তা ব্যাখ্যা করেন দেবাশিস কুমার, মালা রায়ের মতো নেতানেত্রীরা। সেখানে সংবাদমাধ্যম থেকে প্রশ্ন করা হয়, ‘ভবানীপুরে তৃণমূলনেত্রী কি এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন?’ জবাবে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার বলেন, ‘ভবানীপুরেও দিদির সুরক্ষাকবচ কর্মসূচি রূপায়িত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, তিনি সময় পেলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।’ তৃণমূলের এই সাংগঠনিক জেলার আওতায় ১০টি বিধানসভা রয়েছে। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয়, জাভেদ খান প্রমুখ মন্ত্রীদের বিধানসভা কেন্দ্রগুলি এই সাংগঠনিক জেলার অন্তর্গত। জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভায় ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচিতে কোন কোন নেতা অংশগ্রহণ করবেন, তা তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব ঠিক করবেন বলে দলীয় সূত্রের খবর।

Mamata Banerjee : ‘এতটুকু’ বাসা’তেই ভালোবেসে থাকুন, নির্দেশ নেতাদের
‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচির রূপরেখা অনুযায়ী, তৃণমূলের দখলে থাকা বিধানসভা কেন্দ্রে সেখানকার বিধায়কের পরিবর্তে অন্য এলাকার বিধায়ক কর্মসূচিতে অংশ নেবেন। দক্ষিণ কলকাতার অন্তর্গত কোনও বিধানসভা কেন্দ্রে দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের কোনও নেতা অংশ নিতে পারেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই এর ব্যতিক্রম হবেন বলে তৃণমূল নেতৃত্বের বক্তব্য। তৃণমূলনেত্রী কোন এলাকায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, তা তিনিই ঠিক করবেন। দেবাশিস কুমারের কথায় অনেকের বক্তব্য, আপাতত ভবানীপুর বিধানসভা এলাকায় তৃণমূলনেত্রী এই কর্মসূচিতে যোগ দিতেন পারেন। নিয়োগ তদন্তে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকায় দলের কর্মসূচি রূপায়ণের কাজ করছেন বেহালায় তৃণমূলের আর এক বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। দক্ষিণ কলকাতার তৃণমূল নেতৃত্বের সাংবাদিক বৈঠকে রত্নাও এ দিন উপস্থিত ছিলেন। তবে ‘দিদির সুরক্ষাকবচ’ রূপায়ণে পার্থর বিধানসভা এলাকায় অন্য এলাকার বাছাই করা একাধিক নেতা যাবেন বলে তৃণমূল নেতৃত্বের একাংশের বক্তব্য।

Didir Suraksha Kawach : পিকের টিমের ছাঁচে ‘দিদির দূত’, ফল দেবে তো? গুঞ্জন তৃণমূলে
তৃণমূলের সাড়ে তিন লক্ষ কর্মী ‘দিদির দূত’ হিসেবে রাজ্যের দু’কোটি পরিবারের কাছে যাবেন। এই টিম গড়তে প্রতিটি সাংগঠনিক জেলা নেতৃত্বকে বুথভিত্তিক নামের তালিকা পাঠাতে বলা হয়েছে। তৃণমূলের এক সাংগঠনিক জেলা সভাপতির কথায়, ‘বুথপিছু পাঁচ জনের যে ‘দিদি-র দূত’ টিম যাবে, তার মধ্যে কয়েকজন জেলার তৃণমূল কর্মী থাকবেন, কয়েক জন অন্য জায়গার কর্মী থাকবেন। জেলার কর্মীদের তালিকা আমরা পাঠিয়ে দিয়েছি নেতৃত্বের কাছে।’ যদিও মালদহ-সহ কয়েকটি জেলায় এই নাম পাঠানো নিয়ে দলের অন্দরে মতপার্থক্য তৈরি হয়েছে বলে দলীয় সূত্রের খবর।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *