Justice Abhijit Gangopadhyay : ২৬৮-র মধ্যে চাকরি ফিরল দুই শিক্ষকের – primary tet scam two teachers got their jobs back after calcutta high court order


২৬৮ জন বিতর্কিত শিক্ষকের মধ্যে দু’জনের চাকরি ফেরানোরও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

 

calcutta high court and Abhijit Ganguly
২৬৮-র মধ্যে চাকরি ফিরল দুই শিক্ষকের

হাইলাইটস

  • মোট 196 জন প্রাথমিক শিক্ষকের চাকরি গেল।
  • তবে 268 জন বিতর্কিত শিক্ষকের মধ্যে দু’জনের চাকরি ফেরানোরও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
  • এ দিন তাঁদের নথি দেখে সন্তুষ্ট হয়ে আদালত তাঁদের পুনর্বহালের নির্দেশ দেয়।
এই সময়: মোট ১৯৬ জন প্রাথমিক শিক্ষকের (Primary Teachers) চাকরি গেল। তবে ২৬৮ জন বিতর্কিত শিক্ষকের মধ্যে দু’জনের চাকরি ফেরানোরও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তাঁদের জমা দেওয়া নথি দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) বেঞ্চ নিশ্চিত, আগে হাইকোর্টের অন্য বেঞ্চের নির্দেশে বাড়তি ৬ নম্বর পেয়ে তাঁরা চাকরি পেয়েছিলেন। এতে গোলমাল নেই। ২৬৮ জনের মধ্যে আজ, বৃহস্পতিবার আরও ৫৯ জনের হলফনামা নিয়ে শুনানির সম্ভাবনা।ওই সব বিতর্কিত শিক্ষকের জমা দেওয়া হলফনামায় উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। আদালত দেখেছে, সব প্রার্থীই একটি মোবাইল মেসেজ ফটোকপি করেছেন। অভিযোগ, যাঁরা বাড়তি এক নম্বরের জন্যে আবেদন করেছিলেন, তাঁরা এই মেসেজ পাননি। যাঁরা এই ধরনের আবেদন করেননি, তাও চাকরি পান–তাঁরাই ওই গণ-মেসেজ পেয়েছেন। আরও বিস্ময়ের, যাঁরা এই ভাবে চাকরি পেয়েছেন, তাঁদের সবার মোবাইলের চার্জ, ব্যাটারি বার, সাইলেন্ট মোড, সময় এক দেখানো হয়েছে।

Calcutta High Court : আর্জি ৮৮ শিক্ষকের
ভোর ৩ টে ৪৬-এ মেসেজ পাঠানো হয়েছে বলে দেখানো হয়েছে। সব মোবাইলের কোম্পানিও এক। আদালতের পর্যবেক্ষণ, এটা ‘ট্রিকস’ ছাড়া কিছু নয়। এর পরেই চাকরি বাতিল করেন বিচারপতি। এর আগে এই সিঙ্গল বেঞ্চের নির্দেশেই ওই ২৬৮ জনের চাকরি গিয়েছিল। কিন্তু তাঁদের আবেদনে সুপ্রিম কোর্ট সাড়া দিয়ে হাইকোর্টে তাঁদের বক্তব্য জানানোর সুযোগ দেয়। সেই সুযোগ নিয়েই তাঁরা নিজেদের চাকরি বৈধ দাবি করে হলফনামা জমা দেন। ২০১৮ সালে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় পর্ষদের ভুল প্রশ্নের কারণে অরুণ কারক ও প্রসেনজিৎ ভট্টাচার্য নামে দুই আবেদনকারীকে ৬ নম্বর করে বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী পর্ষদ তাঁদের চাকরি দেয়। কিন্তু প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায় এঁদেরও বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছিল। এ দিন তাঁদের নথি দেখে সন্তুষ্ট হয়ে আদালত তাঁদের পুনর্বহালের নির্দেশ দেয়।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *