২৬৮ জন বিতর্কিত শিক্ষকের মধ্যে দু’জনের চাকরি ফেরানোরও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

হাইলাইটস
- মোট 196 জন প্রাথমিক শিক্ষকের চাকরি গেল।
- তবে 268 জন বিতর্কিত শিক্ষকের মধ্যে দু’জনের চাকরি ফেরানোরও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
- এ দিন তাঁদের নথি দেখে সন্তুষ্ট হয়ে আদালত তাঁদের পুনর্বহালের নির্দেশ দেয়।
ভোর ৩ টে ৪৬-এ মেসেজ পাঠানো হয়েছে বলে দেখানো হয়েছে। সব মোবাইলের কোম্পানিও এক। আদালতের পর্যবেক্ষণ, এটা ‘ট্রিকস’ ছাড়া কিছু নয়। এর পরেই চাকরি বাতিল করেন বিচারপতি। এর আগে এই সিঙ্গল বেঞ্চের নির্দেশেই ওই ২৬৮ জনের চাকরি গিয়েছিল। কিন্তু তাঁদের আবেদনে সুপ্রিম কোর্ট সাড়া দিয়ে হাইকোর্টে তাঁদের বক্তব্য জানানোর সুযোগ দেয়। সেই সুযোগ নিয়েই তাঁরা নিজেদের চাকরি বৈধ দাবি করে হলফনামা জমা দেন। ২০১৮ সালে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় পর্ষদের ভুল প্রশ্নের কারণে অরুণ কারক ও প্রসেনজিৎ ভট্টাচার্য নামে দুই আবেদনকারীকে ৬ নম্বর করে বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী পর্ষদ তাঁদের চাকরি দেয়। কিন্তু প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায় এঁদেরও বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছিল। এ দিন তাঁদের নথি দেখে সন্তুষ্ট হয়ে আদালত তাঁদের পুনর্বহালের নির্দেশ দেয়।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ