Malda News : মালদায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, লক্ষাধিক টাকার গয়না লুট – malda jewellery looted from a gold businessman


মালদা স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। লক্ষাধিক টাকার গয়না লুট।

 

Malda Medical College
মালদায় এক স্বর্ণ ব্যবসায়ীর উপর দুষ্কৃতী হামলা

হাইলাইটস

  • মালদায় এক স্বর্ণ ব্যবসায়ীর উপর দুষ্কৃতী হামলা।
  • লুট করে নেওয়া হল তাঁর কাছে থাকা লক্ষাধিক টাকার গয়না।
  • ব্যবসায়ীকে লক্ষ্য করা করে গুলি চালায় দুষ্কৃতীরা।
Malda : মালদায় এক স্বর্ণ ব্যবসায়ীর উপর দুষ্কৃতী হামলা। লুট করে নেওয়া হল তাঁর কাছে থাকা লক্ষাধিক টাকার গয়না। ব্যবসায়ীকে লক্ষ্য করা করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুরুতর আহত ব্যবসায়ীর নাম সমীরণ কর্মকার। চিকিৎসার জন্য তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Malda Medical College Hospital) নিয়ে যাওয়া হয়েছে। তবে স্থানীয়দের তৎপরতায় এক দুষ্কৃতীকে ধরা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে গাজোল থানার পুলিশ (Gazole Police Station) । গোটা ঘটনার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে খবর, স্বর্ণ ব্যবসায়ী সমীরণ কর্মকারের বাড়ি গাজোলের গোসানিবাদ এলাকায়। বুধবার রাতে সোনার দোকান থেকে মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, তিনটি মোটরবাইকে দুষ্কৃতীরা প্রথমে তাঁর পিছু নেয়। গাজোল রেল সেতুর কাছে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি মাথা ছুঁয়ে বেরিয়ে গেলে পাথর ছুঁড়ে হামলা করে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। এরপর তাঁর কাছে থাকা প্রায় ২০ ভরি সোনার গয়না এবং প্রায় পাঁচ কেজি রুপোর অলংকার নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়।

Malda News : ভাঙনে ক্ষতিগ্রস্তদের কোনও সাহায্য করেনি সরকার, মালদায় পঞ্চায়েত ভোট বয়কটের সিদ্ধান্ত ৩০০ পরিবারের
গুরুতর আহত ব্যবসায়ীকে চিকিৎসার জন্য আনা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। অন্যদিকে, স্থানীয়দের চেষ্টায় দুষ্কৃতীদের একজনকে আটক করা সম্ভব হয়েছে। ঘটনাটি লক্ষ্য করার পরেই গাজোল থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। ধৃত দুষ্কৃতীকে গাজোল থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশের কর্তারা। আটক যুবক মোথাবাড়ি থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। বাকি দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে বিভিন্ন এলাকায় পুলিশের তল্লাশি। পুলিশ সূত্রে খবর, এদিন ছিনতাইয়ের ঘটনা লক্ষ্য করেই ছুটে যান আশেপাশের লোকজনেরা। তাঁরা ছুটে গিয়ে এক দুষ্কৃতীকে ধরে ফেললেও বাকিরা পালিয়ে যায়। এরপর পুলিশ গিয়ে ওই দুষ্কৃতীকে পাকড়াও করে থানায় নিয়ে যায়।

Malda News : রাতারাতি জমি দখল করে বিক্রি, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীদের
পুলিশ সূত্রে খবর, ধৃত দুষ্কৃতী মালদার মোথাবাড়ি এলাকার বাসিন্দা। তার সঙ্গে থাকা আরও দুই দুষ্কৃতী কালিয়াচকের ১৮ মাইল এলাকার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ। তবে ঘটনায় মোট ৬ জন জড়িত পরে প্রাথমিকভাবে জানতে পেরেছেন তদন্তকারীরা। প্রত্যেকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ওই দুষ্কৃতীরা ব্যবসায়ীর পূর্ব পরিচিত কিনা সে ব্যাপারে খোঁজ খবর নেওয়া হয়েছে। আটক দুষ্কৃতীকে জিজিসবাদ করে বাকি দুষ্কৃতীদের খুব শীঘ্রই ধরা হবে বলে জানিয়েছে পুলিশ। স্বর্ণ ব্যবসায়ী কিছুটা সুস্থ হলে তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে পুলিশের তরফে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *