Mamata Banerjee On Vande Bharat Express :’পুরনো ট্রেনকে রং করে দিয়েছে…’, বন্দে ভারত নিয়ে কটাক্ষ মমতার – mamata banerjee speaks on howrah njp vande bharat express and stone pelting incident


Howrah NJP Vande Bharat Express: কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। নাম কিনতে পুরনো ট্রেনকে রং করে বন্দে ভারত বলে চালানো হচ্ছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে এক সময় রেলমন্ত্রী হিসেবে এই গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলে আসা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গত ১১ বছরে এই প্রথন কোনও ট্রেন পেল বাংলা।

গঙ্গাসাগরে এই বন্দে ভারত ট্রেনে পাথর ছোঁড়াকে কেন্দ্র করে মুখ খোলেন মমতা। সেই প্রসঙ্গে কথা বলার সময়েই তাঁর গলায় শোনা যায় বিস্ফোরক অভিযোগ, ”বন্দে ভারত কী? পুরনো ট্রেনকে রং করে করে দিয়েছে। ইঞ্জিনটা ছাড়া সবই অনেক পুরনো রেক, যেগুলো এখান থেকে তুলে নেওয়া হয়েছে। আমার সময় বছরে অন্তত ১০০টি করে ট্রেন দিতাম। শেষ ১১ বছরে একটাও নতুন ট্রেন দেওয়া হয়নি বাংলাকে। এই একটা বন্দে ভারত ছাড়া।”

Mamata Banerjee On Vande Bharat : বাংলাকে বদনাম করতে বিহার থেকে বন্দে ভারতে পাথর ছোড়া হচ্ছে: মমতা

উল্লেখ্য, বন্দে ভারত একটি অত্যাধুনিক সুবিধা সম্পন্ন ট্রেন। বুলেট ট্রেনের আদলে তৈরি বন্দে ভারত এক্সপ্রেস। এতে রয়েছে অত্যাধুনিক উচ্চক্ষমতা সম্পন্ন ইঞ্জিন। গত শুক্রবার, ৩০ ডিসেম্বর বাংলার প্রথম সেমি স্পিড ট্রেন বন্দে ভারত উদ্বোধনের পর থেকেই সংবাদের শিরোনামে। বাংলার প্রথম বুলেট ট্রেন নিয়ে স্বাভাবিকভাবেই জনতার মধ্যে ইৎসাহের শেষ ছিল না। কিন্তু, যাত্রার প্রথম দিন থেকেই একের পর এক বিপত্তির মুখে এই ট্রেন। প্রথমে খাবার নিয়ে অভিযোগ পরে পর পর দুদিন এই হাইফাই ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ নিয়ে উত্তাল হয়ে ওঠে বাংলার রাজ্য রাজনীতি।

Vande Bharat Express: ফের হামলা বন্দে ভারত এক্সপ্রেসে, ইটবৃষ্টিতে ভাঙল দুই কামরার জানালার কাচ!

বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার (Stone Pelting At Vande Bharat Express) ঘটনা নিয়ে রেল সিসিটিভি ফুটেজ প্রকাশ করার পর এদিন মুখ্যমন্ত্রী বলেন,”বন্দে ভারতে পাথর ছুড়ে বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। বিহারের মানুষ বাংলাকে পছন্দ নাও করতে পারে। গণতন্ত্রে ক্ষোভ থাকতেই পারেনি। ওখানে BJP সরকার নেই বলে ওরা বন্দে ভারত পাবে না কেন? কিন্তু, বাংলাকে বদনাম করা যাবে না। আমি এই ঘটনার নিন্দা জানাচ্ছি। ফেক নিউজ নিয়ে আমি ব্যবস্থা নেব।”

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *