টিউবওয়েল অকেজো, নদীর জল খেয়েই দিন কাটাচ্ছেন মুর্শিদাবাদের গ্রামের বাসিন্দারা। প্রশাসন নির্বিকার, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা।
হাইলাইটস
- গ্রামে রয়েছে মাত্র দুটি টিউবওয়েল।
- দীর্ঘদিন ধরেই ফিডার ক্যানেলের জল পান করছে গ্রামবাসীরা।
- বারবার প্রশাসনকে জানানোর পরেও কোনও ব্যবস্থা গ্রহণ না করায় কার্যত ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “দীর্ঘদিন ধরেই আমাদের এখানে জলের সমস্যা। এলাকায় ৫-৬ টি টিউবওয়েল তৈরি হলেও একেকটি করে খারাপ হয়ে পড়েছে। গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিসে দরখাস্ত করেও লাভ হয়নি। বাধ্য হয়ে এলাকার মানুষ নদীর জলের উপর ভরসা করেছে। যাঁদের একটু পয়সা আছে, তাঁরা জল কিনে খাচ্ছে।” গ্রামের এক মহিলা বলেন, ” আমাদের তো জল কিনে খাওয়ার সামর্থ্য নেই। তাই সেই নদী থেকে জল এনে পান করতে হয়। এখান থেকে কতবার বলা হল, কল ঠিক করে দেওয়ার ব্যাপারে, কারও কোনও হেলদোল নেই।”
ফিডার ক্যানেলের জল পান করলেও প্রশাসনের কোনও হেলদোল নেই বলেও অভিযোগ। স্থানীয় গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস এমনকি জেলা পরিষদ অফিসেও বিষয়টি স্থানীয় বাসিন্দারা চিঠি দিয়ে অভিযোগ করেছেন বলে জানান স্থানীয়রা। অবিলম্বে পানীয় জলের বন্দোবস্ত করার দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা। এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি, “এলাকার মাটির নীচে পাথর থাকায় টিউবওয়েল বসানো সমস্যা। তাই এমন অবস্থা। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ