Murshidabad News : টিউবওয়েল অকেজো, মুর্শিদাবাদের গ্রামে নদীর জলই ভরসা – murshidabad local people protested demanding drinking water


টিউবওয়েল অকেজো, নদীর জল খেয়েই দিন কাটাচ্ছেন মুর্শিদাবাদের গ্রামের বাসিন্দারা। প্রশাসন নির্বিকার, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা।

 

Murshidabad News
নদীর জল খেয়েই দিন কাটাচ্ছেন মুর্শিদাবাদের গ্রামের বাসিন্দারা

হাইলাইটস

  • গ্রামে রয়েছে মাত্র দুটি টিউবওয়েল।
  • দীর্ঘদিন ধরেই ফিডার ক্যানেলের জল পান করছে গ্রামবাসীরা।
  • বারবার প্রশাসনকে জানানোর পরেও কোনও ব্যবস্থা গ্রহণ না করায় কার্যত ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা।
Murshidabad : গ্রামে রয়েছে মাত্র দুটি টিউবওয়েল। দীর্ঘদিন ধরে দুটি টিউবওয়েলই অকেজো হয়ে পড়ে রয়েছে। পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে কুয়ো। নেই কোনও পরিস্রুত পানীয় জলের পরিষেবা। ফলে পানীয় জল হোক কিংবা স্নান করার জল, সবকিছুতেই একমাত্র ভরসা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ফিডার ক্যানেল। এমনই অবস্থায় দিন কাটাচ্ছেন ফরাক্কা থানার (Farakka Police Station) মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের (Mahadev Nagar gram panchayat) বনিদাপুকুরের বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই ফিডার ক্যানেলের জল পান করছে গ্রামবাসীরা। বারবার প্রশাসনকে জানানোর পরেও কোনও ব্যবস্থা গ্রহণ না করায় কার্যত ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। জানা গিয়েছে, মুর্শিদাবাদের ফরাক্কা থানার মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের বনিদাপুকুর গ্রামে (Banidapukur Village) কয়েক হাজার মানুষের বসবাস। গোটা গ্রামের মধ্যে রয়েছে মাত্র দুটি টিউবওয়েল। গ্রামবাসীদের জলপান করার একমাত্র ভরসা ওই দুটি টিউবওয়েল বর্তমানে অকেজো। পাথুরে মাটির গ্রামে পানীয় জলের কুয়োটিও পরিত্যক্ত। ফলে জল পান করতে চরম কষ্টের মধ্যে পড়তে হচ্ছে এলাকাবাসীকে। প্রশাসনকে বারবার বলার পরেও কোনওরকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নেই পরিস্রুত পানীয় জলও। গ্রামবাসীদের পানীয় জলের একমাত্র ভরসা নদীর জল। যা ঘিরেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষ।

Murshidabad News : সামশেরগঞ্জের গঙ্গা ভাঙন পরিদর্শনে ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী, বিক্ষোভ স্থানীয়দের
স্থানীয় এক বাসিন্দা বলেন, “দীর্ঘদিন ধরেই আমাদের এখানে জলের সমস্যা। এলাকায় ৫-৬ টি টিউবওয়েল তৈরি হলেও একেকটি করে খারাপ হয়ে পড়েছে। গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিসে দরখাস্ত করেও লাভ হয়নি। বাধ্য হয়ে এলাকার মানুষ নদীর জলের উপর ভরসা করেছে। যাঁদের একটু পয়সা আছে, তাঁরা জল কিনে খাচ্ছে।” গ্রামের এক মহিলা বলেন, ” আমাদের তো জল কিনে খাওয়ার সামর্থ্য নেই। তাই সেই নদী থেকে জল এনে পান করতে হয়। এখান থেকে কতবার বলা হল, কল ঠিক করে দেওয়ার ব্যাপারে, কারও কোনও হেলদোল নেই।”

Murshidabad News: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, অধিকার পেতে ধরনায় যুবতী
ফিডার ক্যানেলের জল পান করলেও প্রশাসনের কোনও হেলদোল নেই বলেও অভিযোগ। স্থানীয় গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস এমনকি জেলা পরিষদ অফিসেও বিষয়টি স্থানীয় বাসিন্দারা চিঠি দিয়ে অভিযোগ করেছেন বলে জানান স্থানীয়রা। অবিলম্বে পানীয় জলের বন্দোবস্ত করার দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা। এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি, “এলাকার মাটির নীচে পাথর থাকায় টিউবওয়েল বসানো সমস্যা। তাই এমন অবস্থা। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *