Primary School : মদ্যপ অবস্থায় স্কুলে হাজির প্রধান শিক্ষক! প্রতিবাদে স্কুলে তালা গ্রামবাসীদের – hooghly primary school teacher presented in drunken state


মদ্যপ অবস্থায় স্কুলে হাজির প্রাথমিক স্কুলের এক প্রধান শিক্ষক। ঘটনা দেখে হতবাক অভিভাবকরা।

 

Hooghly News
মদ্যপ অবস্থায় স্কুলে হাজির প্রধান শিক্ষক

হাইলাইটস

  • রীতিমতো মদ্যপান করে স্কুলে এসে গোল বাঁধিয়েছেন এক প্রধান শিক্ষক
  • যা দেখে ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবক ছাড়িয়ে গোটা রাজ্যে ছিঃ ছিঃ পড়ে গিয়েছে।
  • ছেলেকে স্কুলে ছাড়তে গিয়ে এমন ঘটনা দেখে হতবাক এক অভিভাবিকা।
West Bengal News : পৃথিবীতে শিক্ষকদের (Teacher) পরিচিতি সমাজ গড়ার কারিগর হিসেবে। সে অর্থে বলতে গেলে মা-বাবার পরেই সন্মানের যে স্থানটা, তা পেয়ে থাকেন শিক্ষকরাই (Teacher)। আর সেই শিক্ষককূলের কোনও সদস্যের থেকেই যদি অসামাজিক কোনও কাজের উদাহরন আসে, তখন গোটা সমাজ সেই শিক্ষককে বাঁকা নজরে দেখে বৈকি। এমনই এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন প্রাথমিক স্কুলের (Primary School) এক প্রধান শিক্ষক (Head teacher)। যা দেখে ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবক ছাড়িয়ে গোটা রাজ্যে ছিঃ ছিঃ পড়ে গিয়েছে। রীতিমতো মদ্যপান করে স্কুলে এসে গোল বাঁধিয়েছেন ওই প্রধান শিক্ষক। গ্রামবাসীরাও ছাড়বেন কেন! ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন স্কুলে।

Hooghly News : ডেপুটেশন কর্মসূচি ঘিরে BJP কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, ধুন্ধুমার বলাগড়ে
আজব এই ঘটনা হুগলি (Hooghly) জেলার আরামবাগের (Arambag) মলয়পুরের ডিহালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের (Primary School)। এদিন স্কুলে গিয়ে গ্রামবাসীরা দেখেন স্কুলের গোটা স্টাফ রুমে মদের গন্ধ। গ্রামবাসীদের অভিযোগ, রীতিমতো নেশার ঘোরে কথা বলছেন স্কুলের প্রধান শিক্ষক। বাকি শিক্ষক শিক্ষিকারা মদের গন্ধে স্টাফ রুমের বাইরে চলে যান। ছেলেকে স্কুলে ছাড়তে গিয়ে এমন ঘটনা দেখে হতবাক এক অভিভাবিকা। প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় স্কুলে এসেছেন, এই কথা গ্রামে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন তারা। স্কুলে চলে ব্যাপক বিক্ষোভ। এর পাশাপাশি স্কুলে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। জানা গিয়েছে, অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম অরুণ কুমার সিংহ। তিনি যে মদ্যপ অবস্থায় রয়েছেন তা স্বীকারও করে নেন। গ্রামবাসীদের অভিযোগ, এর আগেও ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছিল। সমস্ত দফতরে জানানোও হয়েছিল, কিন্তু কোনও কাজ হয়নি। এদিন ফের একই চিত্র ধরা পড়ল।

Hooghly News : পেশায় টোটো চালক, দৃষ্টিহীনদের অন্ধকার দূর করাই নেশা হুগলির ‘আশিসদা’-র
এই ঘটনায় এক শিক্ষিকাও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, “প্রধান শিক্ষক মাঝে মধ্যেই মদ্যপ অবস্থায় স্কুলে আসেন। তাঁর জন্য বাকি শিক্ষক শিক্ষিকারা স্টাফ রুমে বসে থাকতে পারেন না”। এরপর অবশ্য প্রধান শিক্ষক নিজের সাফাইয়ে এক হাস্যকর যুক্তি পেশ করেন। তিনি জানান, “সকালে মদ্য পান করেছি। এখন বিমল খাচ্ছি বলে গন্ধ ছাড়ছে”। যদিও গ্রামবাসীদের কাছে তাঁর যুক্তি ধোপে টেকেনি। গ্রামবাসীরা শিক্ষক শিক্ষিকাদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেন স্কুলে। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা হলে স্কুলে তালা ঝোলানো থাকবে বলে জানান তাঁরা। তাদের দাবি, প্রধান শিক্ষিকই যদি মদ্যপ অবস্থায় স্কুলে আসেন তাহলে ছাত্র ছাত্রীদের কী শিক্ষা দেবেন? তবে ঘটনা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান আরামবাগ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দীপক মাঝি।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *