West Bengal News : চুরিতে সিদ্ধহস্ত ম্যারাথন গ্যাংয়ের উপদ্রব উত্তর কলকাতায়, গ্রেফতার ১ – kolkata theft case police started investigation and arrested one


১০-১৫ মিনিটের মধ্যে ঘরের তালা ভেঙে আলমারি সাফাই করে পালিয়ে যান দুষ্কৃতীরা। সিঙ্গুর থেকে এই গ্যাংয়ের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

 

Kolkata Police
উত্তর কলকাতা

হাইলাইটস

  • ঘরের তালা ভেঙে আলমারি সাফাই করে পালাতে ম্যারাথন স্পিডে কাজ করছে দুষ্কৃতীরা।
  • চুরির এই চটজলদি কৌশল দেখে অবাক গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও।
  • উত্তর কলকাতার একাধিক জায়গায় এরকম একটি গ্যাং থাবা বসিয়েছিল বেশ কয়েকমাস ধরে।
সর্বসাকুল্যে ১০-১৫ মিনিট। এর মধ্যেই ঘর ফাঁকা। ঘরের তালা ভেঙে আলমারি সাফাই করে পালাতে ম্যারাথন স্পিডে কাজ করছে দুষ্কৃতীরা। চুরির এই চটজলদি কৌশল দেখে অবাক গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও। উত্তর কলকাতার একাধিক জায়গায় এরকম একটি গ্যাং থাবা বসিয়েছিল বেশ কয়েকমাস ধরে। একের পর এক অভিযোগ জমা পড়েছিল বিধাননগর কমিশনারেটে। অবশেষে তল্লাশি চালিয়ে হুগলি জেলার সিঙ্গুর থেকে এই গ্যাংয়ের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম কালীপদ দাস। গ্যাংয়ের বাকি সদস্যদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। বিধাননগর (Bidhannagar) কমিশনারেট সূত্রে খবর, লেকটাউন, কাশিপুর, দমদম, বাগুইআটি (Baguiati) এলাকায় বেশ কিছুদিন ধরেই এই গ্যাংটি সক্রিয় ছিল। একাধিক গৃহস্থের বাড়ি থেকে একই কায়দায় চুরির ঘটনা দেখে সন্দেহ হয় গোয়েন্দা বিভাগের আধিকারিকদের। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা বাড়ি গেট টপকে তালা ভেঙে ঘরে ঢুকছে। বাড়ি খালি থাকার সুযোগ কাজে লাগিয়ে লুটপাট চালাচ্ছে। তবে পুরো কাজটা করতে সময় নিচ্ছে খুব জোর দশ থেকে পনেরো মিনিট।

Kolkata Police : নম্বরপ্লেট স্ক্যানের সিসি ক্যামেরায় কলকাতা মুড়ে ফেলার পরিকল্পনা
রীতিমতো পেশাদারী ছকে চুরি করে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। সময় কম লাগায় ওঁত পেতে, রাতের অন্ধকারে বা দীর্ঘদিন বাড়িতে বাসিন্দা না থাকার সুযোগ বের করতে হচ্ছে না দুষ্কৃতীদের। দিনে দুপুরেই হচ্ছে কার্যসিদ্ধি। গত ১৮ ডিসেম্বর লেকটাউন থানা এলাকায় এরকমই একটি চুরির অভিযোগ দায়ের হয়। দুষ্কৃতীরা কোলাপসিবল গেট ভেঙে ভিতরে ঢোকে। সোনা, রুপো, নগদ সহ সর্বস্ব লুট করে নিয়ে পালিয়ে যায়। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ঘটে ঘটনাটি। ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ একটি সিসিটিভির ফুটেজ জোগাড় করে। তাতেই, দেখা যায় ঘরে ঢোকা থেকে চুরি করে পালিয়ে যাওয়া পর্যন্ত ঘড়ির কাঁটায় ব্যবধান মিনিট পনেরোর। দুষ্কৃতীদের কর্মকাণ্ডের গতি দেখে তাজ্জব হয়ে যান তদন্তকারী অফিসাররা।

Kolkata Trending News : মনে রেখে দেব! কোভিডে মৃত স্ত্রীর মূর্তি গড়ে নজির কৈখালির তাপসের
এরপরেই লেকটাউন থানার পুলিশ এবং বিধাননগর কমিশনারেটের আধিকারিকরা যৌথ উদ্যোগে তদন্ত শুরু করে। সাফল্যও মেলে। হুগলি থেকে গ্রেফতার হয় এই গ্যাংয়ের এক সদস্য। তার কাছ থেকে সোনা, রুপোর অলঙ্কার, নগদ টাকা, পুরনো কয়েন সহ চুরির প্রচুর মালপত্র উদ্ধার হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকজনের সন্ধান মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। এই ‘ম্যারাথন গ্যাং’য়ের বাকি সদস্যেদের পাকড়াও করতে তল্লাশি চলছে। ধৃত দুষ্কৃতীকে সাত দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে এই গ্যাংয়ের কোনও সদস্য গা ঢাকা দিয়ে রয়েছে কিনা সে ব্যাপারেও খোঁজখবর নেওয়া হচ্ছে। ভিন রাজ্যের বেশ কয়েকজন এর সঙ্গে জড়িয়ে আছে বলে তদন্তে পুলিশ জানতে পেরেছে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *