West Bengal Tourism : পুরুলিয়ার নয়া আকর্ষণ রঞ্জনডি ড্যাম, পর্যটনকে কেন্দ্র করে বদলে যাচ্ছে গ্রামের মানুষের জীবন – ranjandih dam purulia become favorite tourist spot


Tourist Places Near Kolkata: নতুন বছরে একঘেয়ে জীবন থেকে দূরে যেতে চাইছেন অনেকেই। যদিও কাজের জন্য খুব একটা বেশি দূরে নয়, আশেপাশের এলাকাগুলিতেই উঁকি ঝুঁকি দিতে চাইছেন তাঁরা। ‘বাড়ির কাছেই’ মনভোলানো এই জায়গা- যেখানে নৌকাবিহার করা সম্ভব। পর্যটকদের কাছে এখন পুরুলিয়া (Purulia Tourism) জেলার অন্যতম সেরা আকর্ষণ হয়ে উঠেছে রঞ্জনডি ড্যাম (Ranjandih Dam Purulia)।পুরুলিয়ার কাশিপুর থানা এলাকায় অবস্থিত এই ড্যামটি। অনেকের ভাষায় তা ‘মিনি সুন্দরবর’। চারিদিক থেকে আলিঙ্গন করছে সবুজ, নিরিবিলি এই পরিবেশ যেন মনের ক্ষত-দাগে প্রলেপ বোলায়। শীত পড়তেই সেখানে ভিড় জমিয়েছেন অনেকেই। পুরুলিয়া জেলার মানুষের পাশাপাশি বাইরে থেকেও প্রচুর মানুষ সেখানে ভিড় করে।

কীভাবে পৌঁছবেন রঞ্জনডি ড্যামে?
কলকাতা থেকে বা অন্যান্য লাগোয়া জেলা থেকে এই ‘স্বপ্নের জায়গায়’ পৌঁছে যাওয়া অনেক সহজ। পুরুলিয়া শহর থেকে আদ্রায় পৌঁছে যেতে অর্থাৎ পুরুলিয়া জেলা সদর থেকে গন্তব্যে যেতে হবে। তারপর আদ্রা থেকে রঞ্জনডি ড্যাম ১৩ কিলোমিটারের পথ।

Sikkim Tourism : সিকিম বেড়ানোর প্লান ? মেনে চলতে হবে এই শর্ত গুলি
অর্থাৎ পুরুলিয়া জেলা সদর থেকে প্রায় ঘণ্টা দেড়েকের পথ, আপনি পৌঁছে যাবেন এই গন্তব্যস্থলে। ইতিমধ্যেই পর্যটকদের সুবিধার্থে কটেজ নির্মাণও হয়েছে সেখানে। পিকনিকের মরশুমে পুরুলিয়ায় এই জায়গায় ভিড় জমাচ্ছেন অনেকে। নিজের ব্যস্ত জীবন থেকে দু’দণ্ড বিশ্রাম নিতে হলে ঘুরে আসতেই পারেন এই রঞ্জনডি ড্যাম থেকে। এদিকে রঞ্জনডি ড্যামকে কেন্দ্র করে এলাকায় মানুষের জীবিকার নতুন পথ খুলছে। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “গত বছর ডিসেম্বর মাস থেকেই এখানে পর্যটকদের আনাগোনা। আমরা অত্যন্ত খুশি। বাইরের থেকে পর্যটকরা যত বেশি আসবেন আমাদের রোজগার তত বৃদ্ধি পাবে।” অন্যদিকে, খুশি কটেজের মালিকরাও।

Mukutmanipur : হরিণ পার্ক থেকে পিকনিক, বছর শেষে মুকুটমণিপুরে পর্যটকদের উপরি পাওনা আদিবাসী খাদ্য উৎসব
এক কটেজ মালিক বলেন, “গত দু’বছর ধরে কোভিডের জন্য একেবারেই ব্যবসা চলেননি। এখন অনেকেই গ্রাম্য পরিবেশে জীবন কাটাতে চান। তাঁদের জন্য এই জায়গা অত্যন্ত আদর্শ। আমরা চাই শহুরে মানুষদের কাছে এই জায়গার নাম আরও ভালোভাবে পৌঁছে যাক। এতে আমরা আরও ভালোবাসে ব্যবসা করে জীবন যাপন করতে পারি।” উল্লেখ্য, নতুন বছরের প্রথম সপ্তাহে ছুটি-পিকনিকের আমেজে সাধারণ মানুষ। দিঘা,সুন্দরবন সহ একাধিক পর্যটনকেন্দ্রগুলিতে রেকর্ড ভিড়। এবার অন্যতম বিকল্প হিসেবে সাধারণ মানুষ রঞ্জনডি ড্যামকে বেছে নিচ্ছেন।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *