কীভাবে পৌঁছবেন রঞ্জনডি ড্যামে?
কলকাতা থেকে বা অন্যান্য লাগোয়া জেলা থেকে এই ‘স্বপ্নের জায়গায়’ পৌঁছে যাওয়া অনেক সহজ। পুরুলিয়া শহর থেকে আদ্রায় পৌঁছে যেতে অর্থাৎ পুরুলিয়া জেলা সদর থেকে গন্তব্যে যেতে হবে। তারপর আদ্রা থেকে রঞ্জনডি ড্যাম ১৩ কিলোমিটারের পথ।
অর্থাৎ পুরুলিয়া জেলা সদর থেকে প্রায় ঘণ্টা দেড়েকের পথ, আপনি পৌঁছে যাবেন এই গন্তব্যস্থলে। ইতিমধ্যেই পর্যটকদের সুবিধার্থে কটেজ নির্মাণও হয়েছে সেখানে। পিকনিকের মরশুমে পুরুলিয়ায় এই জায়গায় ভিড় জমাচ্ছেন অনেকে। নিজের ব্যস্ত জীবন থেকে দু’দণ্ড বিশ্রাম নিতে হলে ঘুরে আসতেই পারেন এই রঞ্জনডি ড্যাম থেকে। এদিকে রঞ্জনডি ড্যামকে কেন্দ্র করে এলাকায় মানুষের জীবিকার নতুন পথ খুলছে। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “গত বছর ডিসেম্বর মাস থেকেই এখানে পর্যটকদের আনাগোনা। আমরা অত্যন্ত খুশি। বাইরের থেকে পর্যটকরা যত বেশি আসবেন আমাদের রোজগার তত বৃদ্ধি পাবে।” অন্যদিকে, খুশি কটেজের মালিকরাও।
এক কটেজ মালিক বলেন, “গত দু’বছর ধরে কোভিডের জন্য একেবারেই ব্যবসা চলেননি। এখন অনেকেই গ্রাম্য পরিবেশে জীবন কাটাতে চান। তাঁদের জন্য এই জায়গা অত্যন্ত আদর্শ। আমরা চাই শহুরে মানুষদের কাছে এই জায়গার নাম আরও ভালোভাবে পৌঁছে যাক। এতে আমরা আরও ভালোবাসে ব্যবসা করে জীবন যাপন করতে পারি।” উল্লেখ্য, নতুন বছরের প্রথম সপ্তাহে ছুটি-পিকনিকের আমেজে সাধারণ মানুষ। দিঘা,সুন্দরবন সহ একাধিক পর্যটনকেন্দ্রগুলিতে রেকর্ড ভিড়। এবার অন্যতম বিকল্প হিসেবে সাধারণ মানুষ রঞ্জনডি ড্যামকে বেছে নিচ্ছেন।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।
