Winter In West Bengal: দার্জিলিঙে ৩, বর্ধমানে ৮.৬! জেলায় জেলায় হু হু করে নামছে পারদ – west bengal weather update temperature will drop more here is the district wise forecast


West Bengal Weather Update: হু হু করে নামছে পারদ। অবশেষে হাড় কাঁপানো ঠান্ডা নিয়ে হাজির নতুন বছর। উত্তুরে হাওয়ার হাতযশে কলকাতার দুয়ারে দার্জিলিঙ। ফেসবুকে ভাইরাল কলকাতায় ফটোশপ স্নো ফলের ছবি। শীতপ্রেমী বাঙালি হিঁহিঁ করে কাঁপতে কাঁপতে আশ্রয় নিয়েছে লেপ কম্বল সহ সোয়েটার পুলওভারের তলায়। রাজ্যে তাপমাত্রা এদিন 12-এর ঘরে। আরও পারদ পতনের ইঙ্গিত। বৃহস্পতিবার শীতলতম দিন।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কলকাতায় আরও নামবে তাপমাত্রা (Kolkata Today Temperature)। পারদ পতনে হাড় হিম হবে দক্ষিণবঙ্গের। উত্তরবঙ্গেও বিভিন্ন জেলায় তাপামাত্রা নামতে পারে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

West Bengal Weather Update : পারদ নামল শহরে, চলতি সপ্তাহেই বঙ্গবাসীর আক্ষেপ মেটাবে শীত

আচমকা কেন হাড় কাঁপানো ঠান্ডা?

উত্তর-পশ্চিম হাওয়ার হাত ধরে রাজ্যে এসেছিল শীতের স্পর্শ। সঙ্গে দাপট বাড়াচ্ছে উত্তুরে হাওয়া। দুইয়ের সাঁড়াশি আক্রমণে রাজ্যে শীতের মরশুম তুঙ্গে। মঙ্গলবার ও বুধবার শীতের স্পেলেই জুবুথুবু রাজ্যবাসী। শীতহীন ডিসেম্বরের শেষ সপ্তাহের দুঃখ ভুলিয়েছে জানুয়ারির (January 2023) শুরুতে শীতের ঝোড়ো ব্যাটিং।

কোন জেলায় কত তাপমাত্রা (District wise Today Temperature)?

আসানসোল- ১০.৬
বহরমপুর- ১০.২
বাঁকুড়া – ১১.৩
বিষ্ণুপুর- ১১.৩
বর্ধমান- ৮.৬
কোচবিহার- ১০.৫
দার্জিলিং- ৩.৮
ডায়মন্ড হারবার ১২.২
দিঘা – ১২.২
জলপাইগুড়ি ১০.০
কালিম্পং- ৭.৫
কলকাতা- ১২.৭
দমদম- ১১.৮
হাওড়া- ১১.০
সল্টলেক ১২.৫
মালদা ১০.৯
মেদিনীপুর ১২.০
শ্রীনিকেতন- ৯.৪
সুন্দরবন- ১৪

Sikkim Weather : পর্যটকদের পোয়া বারো, বরফে মোড়া সিকিমে পারদ নামল মাইনাসে

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা। রবিবার সামান্য তাপমাত্রা বাড়লেও ফের নামবে পারদ। তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও কনকনে শীতের আমেজ বজায় থাকবে। উত্তরবঙ্গের (North Bengal) কোচবিহারে (Cooch Behar) ঘন কুয়াশার দাপটের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *