Alipurduar Road Accident : পিকনিক যাওয়ার আনন্দ বদলে গেল কান্নায়, আলিপুরদুয়ারে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ – tragic accident in alipurduar madarihat highway a picnic bus collided with a truck


West Bengal News : আলিপুরদুয়ারের মাদারিহাটে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত ১, আহত প্রায় ২৫ জন। মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ সরকার (৩৮), তুফাঙ্গঞ্জের বাসিন্দা। বিশ্বজিৎ পেশায় বাস কন্ডাক্টর বলে জানান গিয়েছে। আহতদের মধ‍্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ মাদারিহাটের ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে। ২ শিশু সহ আরও ৯ জন গুরুতর আহতকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে (Alipurduar District Hospital) নিয়ে আসা হয়েছে। কামাখ্যাগুড়ি থেকে শিলিগুড়ি (Siliguri) ফাগু তে পিকনিকের জন্য যাচ্ছিল।

Road Accident: তমলুকের রাজ্য সড়কে দুর্ঘটনায় মৃত তরুণী, গুরুতর আহত ৩
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কামাখ্যাগুড়ি থেকে একটি বাস পিকনিক (Picnic) করতে শিলিগুড়ি (Siliguri) ফাগু উদ্দেশে যাচ্ছিল। মাদারিহাট (Madarihat) এলাকায় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকনিকের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসে মোট ৪০ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় বাসে থাকা মোট ২৫ জন গুরুতর আহত হন। তাঁদেরকে স্থানীয় বাসিন্দারা ও মাদারিহাট থানার পুলিশ উদ্ধার করে মাদারিহাট হাসপাতালে নিয়ে আসে। এদের মধ‍্যে দুই শিশু সহ মোট ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা বিশ্বজিৎ সরকার নামে একজনকে মৃত বলে ঘোষণা করেন। শিশুসহ আরও ১৩ জন গুরুতর আহতকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে (Alipurduar District Hospital) চিকিৎসাধীন।

Howrah Road Accident : বাইকে সজোরে ধাক্কা ট্রেলারের, বাগনানে ছেলেকে নিয়ে কাজে যাওয়ার পথে মৃত্যু বাবার
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কামাখ্যাগুড়ি বাসটি পিকনিক করতে শিলিগুড়ি (Siliguri) ফাগু যাওয়ার সময় দ্রুত গতিতে ছিল। অন্যদিকে, ট্রাকটিও দ্রুত গতিতে যাচ্ছিল। উলটো দিক আসা ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। দুর্ঘটনার কারণে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধারের কাজে হাত লাগানো হয়। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। খবর দেওয়া হয় মাদারিহাট থানার (Madarihat Police Station) পুলিশকে। পুলিশ এসেও দ্রুত উদ্ধারের কাজ শুরু করে। দুর্ঘটনার জেরে রাস্তায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের মধ্যস্থতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

Medinipur Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে ধাক্কা গাড়ির, ডেবরায় মর্মান্তিক দুর্ঘটনা
প্রসঙ্গত, মাস আটেক আগে শিলিগুড়ির ফুলবাড়ির কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় ৬ জন। ঘটনাটি ঘটে ৬:৩০ নাগাদ শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক ৩১ ডি র কাছে ফুলবাড়ি জটিয়াকালী এলাকায়। ঘটনাস্থলেই গাড়িটির দুজন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হয় আরও ৬ জন। ঘটনাস্থল থেকে এলাকাবাসীরা আহত ৬ জনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) নিয়ে যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *