শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে পাওয়া যাবে আন্তর্জাতিক বিমান পরিষেবা। কাজ শুরু নতুন টার্মিনালের।
হাইলাইটস
- আন্তর্জাতিক বিমান পরিষেবা পাওয়া যাবে এবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকেও।
- করা হচ্ছে অত্যাধুনিক টার্মিনাল।
- এমনটাই আশ্বাস বিমানবন্দরে অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান ও বিজেপি সাংসদ রাজু বিস্তার।
শুধু তাই নয় নতুন বিমানবন্দর তৈরি হয়ে গেলে প্রায় ৩৫ বছর আর কোনও সেভাবে বড় কাজ করতে হবে না বলে সাংসদের দাবি৷ যদিও বৃহস্পতিবারের বৈঠকে পুলিশ কমিশনার ও জেলাশাসকের উপস্থিত থাকার কথা থাকলেও তাঁরা ছিলেন না৷ যা নিয়ে কিছুটা অসন্তুষ্ট ছিলেন সাংসদ। মাঝে-মধ্যেই দৃশ্যমানতা কম থাকার কারণে বিমানবন্দরে বিমান বাতিল করা হয়৷ কয়েকদিন আগে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় বেশ কিছু বিমান বাতিল করে দেওয়া হয়৷ যে কারণে নিয়মিত সমস্যায় পড়তে হয় যাত্রীদের৷ সমস্যাটি নিয়ে বৃহস্পতিবার বিমানবন্দরে অ্যাডভাইজারি কমিটির বৈঠক ছিল৷ যেখানে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান সাংসদ রাজু বিস্তা৷ আইএলএস সিস্টেম পুনরায় চালু করা নিয়ে বৈঠক হয়৷ এরপরই সাংসদ জানান, শুক্রবার আইএলএস সিস্টেম কাজ করছে কিনা তা দেখা হবে৷ এরপর শনিবার থেকে সেটি চালু করা হতে পারে বিমানবন্দর সূত্রে খবরে, এদিন আইএলএস সিস্টেম করে দেখা হবে৷ এরপরই সেটি ঠিকঠাক কাজ করলে শনিবার থেকে আইএলএস সিস্টেম কাজ করবে বিমানবন্দরে৷
বিমানবন্দর সূত্রের খবর, গত ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার এবং ‘এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া’র (AAI) সমীক্ষার পরে ১০৪ একরের সামান্য কিছু বেশি জমি বিমানবন্দরের জন্য চূড়ান্ত করা হয়। সেখানে ৫.৯৩ একর জমি সরাসরি বায়ুসেনার নিয়ন্ত্রণে রয়েছে। প্রথমে তাই রাজ্যের তরফে ৯৮.৭২ একর জমি লিজ়ের প্রক্রিয়া শেষ করা হয়েছে। বাকিটার জন্য বায়ুসেনার অনুমতি ও ছাড়পত্র চাওয়া হয়। গত সেপ্টেম্বর মাসে বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য ছাড়পত্র দেয় বায়ুসেনা।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ