হামেশাই একসঙ্গে দেখা যায় করিনা (Kareena Kapoor) এবং করিশ্মাকে (Karisma Kapoor)। এদিনও একসঙ্গে দুই বোন ধরা দিলেন আমাদের ক্য়ামেরায়। বাবার সঙ্গে দেখা করতে বাবার বাড়িতে যেতে দেখা গিয়েছে দুই বোনকে। গাড়ি থেকে নেমে দুই বোনকে একসঙ্গে পোজও দিতে দেখা গিয়েছে। তবে তাঁদের দুই খুদে এগিয়ে এলে তাদের বাই করেই চলে যান করিনা এবং করিশ্মা।