Dakshin 24 Pargana : বাইক চুরি করে ডাকাতির ছক! নরেন্দ্রপুরে গ্রেফতার চক্রের ৩ পাণ্ডা – three person arrested for allegations of bike theft in narendrapur


West Bengal News : ডাকাতির ছক প্রস্তুত। কিন্তু পরিকল্পনা সফল করতে চাই চোরাই বাহন। বাহন হাতে পেলেই নম্বর প্লেট খুলে খেলা শুরু। পুলিশের চোখে ধূলো দিতে মোক্ষম চাল দিচ্ছিল দুষ্কৃতীরা। ডাকাতির কাজে লাগাতে একের পর এক বাইক চুরি যাচ্ছিল এলাকা থেকে। কার্যসিদ্ধির পর বেচে দেওয়া হত বাইক। দীর্ঘ তল্লাশি চালিয়ে ডাকাতি গ্যাংয়ের তিনজনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur Police Station)।

Sundarban Police : জাহাজের যন্ত্রাংশ কেটে চুরির অভিযোগ, সুন্দরবন থেকে গ্রেফতার ৮
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাকাতির উদ্দেশ্যে রাতের অন্ধকারে হত বাইক চুরি। ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগে পেয়ে পুলিশ তদন্ত নেমে শাফিরুল হালদার, বিশ্বজিৎ নস্কর ও মৃন্ময় দাস নামে তিনজনকে গ্রেফতার করে। একজনকে গড়িয়া সন্ধ্যা বাজার ও দু’জনকে বাসন্তীর সোনাখালী থেকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতির সরঞ্জাম ও চুরি হয়ে যাওয়া দুটি বাইক। এর আগেও একাধিক বাইক চুরির অভিযোগে বিভিন্ন থানায় অভিযোগ রয়েছে এদের নামে। আজ এদের তিনজনকেই পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারুইপুর আদালতে (Baruipur Court) পেশ করা হবে।

Dakshin 24 Pargana : গাঁজা পাচারে সামিল স্বামী-স্ত্রী, উদ্ধার ২৬ কেজি গাঁজা
পুলিশ জানিয়েছে, বাইক চুরি করে ডাকাতির হয়ে গেলে চোরাই বাইক বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হতো। এছাড়া পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য নানান সময় নম্বার বিহীন গাড়ি নিয়ে চলত ডাকাতির ছক। গত ডিসেম্বর ২০২২ নরেন্দ্রপুর থানার কাদারহাট এলাকা থেকে দুটি বাইক চুরি যায়। এরপর এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় বাইক চুরির অভিযোগ জানানো হয়। তদন্তে নামে নরেন্দ্রপুর থানার (Narendrapur Police Station) একটি টিম। দীর্ঘদিন ধরেই ওই গ্যাং এলাকায় সক্রিয় ছিল বলে জানা গিয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে ব্যাপারে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

Bank Fraud : বৃদ্ধাকে ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে ১৯ লাখ টাকার প্রতারণা! গ্রেফতার কেয়ার ম্যানেজার
প্রসঙ্গত, বছর খানেক আগেই নরেন্দ্রপুর (Narendrapur) এলাকা থেকে পুলিশের জালে ধরা পড়ে বাইক চুরি চক্রের দুই পান্ডা। নরেন্দ্রপুর থানার (Narendrapur Police Station) বোড়ালের কালীবাজার এলাকা থেকে বাইকচুরি চক্রে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবকদের কাছ থেকে উদ্ধার করা হয় চারটি বাইক৷ ধৃতরা হল, আদিল পারভেজ শেখ ও সাফিরুল হালদার৷ পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুজনকে মঙ্গলবার বারুইপুর আদালতে (Baruipur Court) পেশ করা হলে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয় পুলিশ৷ এদের সঙ্গে অন্য বাইক চুরি চক্রের যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হয় বলে নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur Police Station) সূত্রে জানা যায়৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *