দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যে শীত কামড় বসানোয় এখন পাহাড়ে বরফপাত হলেও বঙ্গের ষোলোকলা হবে পূর্ণ। হাড় হিম করা ঠান্ডা দার্জিলিঙে (Darjeeling Tourism) বেড়াতে যাওয়া বাঙালিরা একেবারে চেটেপুটে উপভোগ করেছে। ঝলমলে আবহাওয়ায় সোনায় সোহাগা কাঞ্চনজঙ্ঘা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে শৈলশহরে তাপমাত্রা আরও পতনের সম্ভাবনা। তবে আবহাওয়া থাকবে ঝলমলে। কাঞ্চনজঙ্ঘা থেকে টাইগার হিল নৈসর্গিক শোভা উপভোগ করতে কোনও বাধা নেই। এই দিন দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৪.৮ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ ১২.৪ ডিগ্রি সেলসিয়াস।
দার্জিলিঙে তুষারপাত কবে?
আবহাওয়া দফতর জানাচ্ছে, এই মুহূর্তে দার্জিলিং শহরে তাপমাত্রা নামলেও বরফ (Snowfall in Darjeeling) পড়ার সম্ভাবনা নেই। আগামী তিন থেকে চারদিনের মধ্যে দার্জিলিঙে কোনও বৃষ্টির সম্ভাবনাও নেই। বরফ পাতের জন্য হিমাঙ্কের নীচে নামতে হবে পারদ। আপাতত দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা চারের ঘরে। আরও পারদ পতন হলেও এখনই হিমাঙ্কের নীচে নামার সম্ভাবনা নেই। তাই আপাতত শৈলশহরে হাড়কাঁপানি ঠান্ডা থাকলেও তুষারপাতের সম্ভাবনা নেই। ১০ বছর বাদে ২০২১ সালে ডিসেম্বর মাসের শেষ দিকে বরফে ঢেকেছিল ঘুম স্টেশন সহ শৈলশহর দার্জিলিং।
প্রসঙ্গত, সান্দাকফু থেকে অপেক্ষাকৃত নীচের উচ্চতায় টংলু, টুমলিং, ফালুট, কালিপোখরি, মানেভঞ্জন সহ বিভিন্ন এলাকাতে গত বছরের শেষ দিনে তুষারপাত দেখা গিয়েছিল। তবে বছর শেষে সান্দাকফুর বিস্তীর্ণ এলাকা ঢেকেছিল বরফে। আপাতত বরফ সম শীতল শৈলশহরের ঝলমলে আবহাওয়ায় ঘোরার আনন্দ জমিয়ে উপভোগ করছেন পর্যটকেরা।
বড়দিন থেকে বর্ষবরণ শীতের (Winter in Kolkata) খামতি নিয়ে আফসোস ছিল বঙ্গবাসীর। তা সুদে আসলে চুকিয়ে দিয়েছে নতুন বছরের শুরুর সপ্তাহেই।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।