East Medinipur News : লক্ষ্য জৈন ধর্ম প্রচার, হেঁটে ১৪ টি রাজ্য পরিভ্রমণের পর কোলাঘাটে জিনেশ – jinesh ji toured 14 states on foot for preaching jainism at kolaghat


পায়ে হেঁটে মুক্তির বাণী প্রচার জৈন মুনি শ্রী জিনেশ জীর। প্রায় ৪২ বছর ধরে অবিরাম হেঁটে চলেছেন সারা ভারতবর্ষ জুড়ে।

 

Kolaghat News
কোলাঘাটে জৈন প্রচারে জিনেশ জী

হাইলাইটস

  • পায়ে হেঁটে মুক্তির বাণী প্রচার করেই সিদ্ধিলাভ।
  • ইতিমধ্যে সারা দেশ জুড়ে 14 টি রাজ্য পরিভ্রমণ করে ফেলেছেন জৈন মুনি শ্রী জিনেশ জী।
  • প্রায় 42 বছর ধরে অবিরাম হেঁটে চলেছেন সারা ভারতবর্ষ জুড়ে।
Purba Medinipur : পথই তাঁর সাধনাস্থল, পথেই মুক্তি। পায়ে হেঁটে সেই মুক্তির বাণী প্রচার করেই তাঁর সিদ্ধিলাভ। ইতিমধ্যে সারা দেশ জুড়ে ১৪ টি রাজ্য পরিভ্রমণ করে ফেলেছেন জৈন মুনি শ্রী জিনেশ জী। প্রায় একান্ন হাজার কিমি পায়ে হেঁটে এবার পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কোলাঘাটে (Kolaghat) পৌঁছলেন তিনি। সাধকের জন্ম ১৯৬৫ সালে রাজস্থানের (Rajasthan) বাঢ়মের জেলায়। ১৯৮০ সালে পনেরো বছর বয়সে জৈনধর্মে দীক্ষা গ্রহণ করেন তিনি। তারপরই ঘর সংসার, লোভ-লালসা ত‍্যাগ করে বেরিয়ে পড়েন অহিংসার বাণী ও আদর্শ প্রচারে। প্রায় ৪২ বছর ধরে অবিরাম হেঁটে চলেছেন সারা ভারতবর্ষ জুড়ে। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে রাজস্থান (Rajasthan), গুজরাট (Gujarat), মহারাষ্ট্র, মধ‍্যপ্রদেশ, ছত্রিশগড়, ওডিশা সহ প্রায় ১৪ টি রাজ‍্য। ওডিশার (Odisha)কটক থেকে পর্যায়ক্রমে বাংলার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে (Kolaghat) প্রবেশ করেছেন গত ৩১ শে ডিসেম্বর। পরের দিন কোলাঘাটে আয়োজিত এক সভায় দূর দূরান্তের কয়েক হাজার মানুষ মুনিজীকে দর্শন এবং তার বাণী শুনতে হাজির ছিলেন।

West Bengal Tourism : রূপনারায়ণের পাড়ে রংবাহারি ফুলের মেলা, উপচে পড়া ভিড় পর্যটকদের
আজ ৬ই জানুয়ারি তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। এক সাক্ষাৎকারে মুনিজী জানান, অহিংসা, সদ্ভাবনা এবং নেশা মুক্তি ভারত গড়ার লক্ষ্যে ও প্রচারে তার এই উদ্যোগ। যতদিন বেঁচে থাকবেন এবং সক্ষম হবেন তিনি এই ভাবেই অহিংসার বাণী ও আদর্শ প্রচারে নিজেকে উৎসর্গ করে চলেছেন এবং করবেন। কোলাঘাট মাড়োয়াড়ি সমাজের পক্ষে কিশোর বেদ বলেন, “মুনিজীর হাজার হাজার কিমি পদব্রজে দৈনন্দিন জীবনে যে কঠোর কৃচ্ছ সাধন এবং শৃঙ্খলাপরায়ন ও সংযমী জীবন নির্বাহ, তা বিশেষ ভাবে উল্লেখযোগ্য। আমরা আদর্শ দেশের লক্ষ্যে মুনিজীর যে অহিংসা প্রচার তা যতটা সম্ভব পালন করব ও মেনে চলার চেষ্টা করব।”

Migratory Birds : শীত পড়তেই কোলাঘাটে হাজির পরিযায়ী পাখির দল, ভিড় জমাচ্ছেন পর্যটকরা
কোলাঘাটে আয়োজিত অনুষ্ঠানে এক ভক্ত বলেন, “আমাদের ভারত ধর্মস্থানের পুণ্যভূমি। প্রাচীন কাল থেকেই এখানে একাধিক ধর্মের প্রচার হয়ে আসছে। বাংলাতেও অনেক ঋষি মুনি এসেছেন। এখানেও জৈন মুনি শ্রী জিনেশ জীর পদার্পণ হয়েছে। উনি এখানে নেশামুক্তি, অহিংসার কথা শুনিয়ে গিয়েছেন। উনি সারা দেশেই জৈন ধর্মের কথা প্রচার করে আসছেন। এবার কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন। কিছুদিনের জন্য ওঁর সাহচর্য পেয়ে আমরা আপ্লুত।” কোলাঘাট ছাড়াও জেলার একাধিক প্রান্ত কয়েক হাজার মানুষ মুনিজীকে দর্শন করতে আসেন। তাঁর বাণী শুনতে হাজির ছিলেন অগুণিত ভক্ত।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *