জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিমাসে ইলেকট্রিক বিল দেখে সাময়িক চিন্তা হয়েই থাকে সকলের। কিন্তু এবার সেই দুশ্চিন্তা কিছুটা হলেও কমতে পারে। এমন একটি ডিভাইস বাজারে এসেছে যা আপনার বিদ্যুতের বিল কমিয়ে দেবে অনেকটাই। এটি যদি বাড়িতে একবার বসিয়ে নেন তাহলে বিদ্যুৎ বিলে অনেকটাই রেহাই পেতে পারেন। এই ডিভাইসটিকে কেন্দ্রের তরফেও প্রচার করা হচ্ছে।
আরও পড়ুন, ভারতে মেয়েদের হাতেই স্টিয়ারিং নিরাপদ, ছেলেদের হাতে বিপজ্জনক: সমীক্ষা
বিদ্যুৎ উৎপন্ন হয় কয়লা পুড়িয়ে। কয়লা একটি প্রাকৃতিক আকরিক। পুনরায় উৎপাদন অসম্ভব। ফলে বিদ্যুৎ সাশ্রয় করা কেন্দ্রেরও একটি লক্ষ্য। দেশের নাগরিক হিসেবে এই লক্ষ্যপূরণের পাশাপাশি যদি আমাদেরও পকেট ঠিক থাকে, তবে ক্ষতি কী? তাই এই ডিভাইসের জনপ্রিয়তাও বাড়ছে। সরকারের তরফে ইতিমধ্যেই ব্যাটারিচালিত পণ্য এবং সৌরশক্তিচালিত পণ্যের দিকে নজর দেওয়া হচ্ছে। এটি এমন একটি প্রোডাক্ট, যা শীতকালে যদি ব্যবহার করেন তাহলে ইলেকট্রিক বিল শূন্যও হতে পারে।
এটি একটি সোলার লাইট। এই সোলার লাইটের সাহায্যে আপনি আপনার বাড়ির অনেক জায়গায় বিদ্যুৎ জ্বালাতে পারবেন। বাড়ির ছাদ, বাগান, বারান্দাসহ অনেক জায়গায় বিদ্যুৎ ছাড়াই আলো জ্বালানো যায়। এই সোলার লাইটের নাম Hardoll LED ওয়াটারপ্রুফ ফেন্স সোলার লাইট ল্যাম্প। এর দাম মাত্র ৪৪৩ টাকা। অনলাইনে এটি কেনা যায়। এই আলোর বিশেষত্ব হল অন্ধকার হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠবে। আবার সূর্যের আলো পেলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। বাড়ির বাইরে যদি লাগানো হয় তবে বৃষ্টির জলে এর কোনও ক্ষতি হবে না।
এই লাইটটি প্লাস্টিকের তৈরি সোলার লাইট। আপনি সহজেই আপনার বাড়িতে এটি ইনস্টল করতে পারেন। প্রতি যদি ৬ ঘন্টা চার্জ দেন, এর পরে আপনি এটি পরবর্তী ১৮ ঘন্টার জন্য ব্যবহার করতে পারবেন৷ আপনি যদি আপনার বাড়িতে একটি বড় সোলার প্যানেল বসিয়ে, তাহলে আর কোনও সমস্যাই নেই। আলো ছাড়াও আপনি আপনার বাড়ির এসি, ফ্রিজ, কুলার, টিভি সেই বিদ্যুতেই চালাতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে বিদ্যুৎ বিল বাবদ এক টাকাও খরচ করতে হবে না।
আপনার বাড়িতে সোলার প্যানেল ইনস্টল করার জন্য আপনি সরকারের অফিসিয়াল ওয়েবসাইট www.solarrooftop.gov.in- এ অনলাইনে আবেদন করতে পারেন।
আরও পড়ুন, Tarot Prediction: নতুন বছরে ট্যারো কার্ড আপনার জন্য কী দারুণ সুখবর এনেছে রাশি মিলিয়ে দেখে নিন…