Howrah NJP Vande Bharat Route: ‘সাধারণ ট্রেনকে বন্দে ভারত নাম দিয়ে পকেট কাটার ব্যবস্থা’, কটাক্ষ উদয়ন গুহর – udayan guha north bengal development minister slammed bjp vande bharat express


Vande Bharat Express: উদ্বোধনের একসপ্তাহ পরও সংবাদ শিরোনামে বন্দে ভারত এক্সপ্রেস। বাংলায় প্রথম সেমি হাইস্পিড ট্রেন অর্থাৎ বুলেট ট্রেন চালু নিয়ে বিজেপিকে খোঁচা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha)। তাঁর দাবি, পুরনো ট্রেনকেই বন্দে ভারত (Vande Bharat Express Route) নাম দিয়ে চালাচ্ছে কেন্দ্র।

Howrah NJP Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসে হামলা! ট্রেনে পাথর ছুড়লে কত বছরের জেল? জানুন আইন
বৃহস্পতিবার দুপুরে কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বন্দে ভারত নিয়ে তীব্র কটাক্ষ করেন মন্ত্রী। তিনি বলেন, ”সাধারণ ট্রেনকে বন্দে ভারতের নাম দিয়ে ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটার করার ব্যবস্থা করা হয়েছে। ১৬০ কিলোমিটার বেগে গাড়ি চলবে আর ৮ ঘন্টায় হাওড়া থেকে এন যে পি ট্রেন পৌছাবে। এরকম ট্রেনের দরকার ছিল না। এনিয়ে লোকের মধ্যে ক্ষোভ রয়েছে। সামনে নির্বাচন রয়েছে, তাই ভোটের নামে ভাঁওতাবাজি করছে কেন্দ্রের বিজেপি সরকার। এসব বন্ধ করা দরকার।” তিনি আরও বলেন, ”শহিদকে সামনে রেখে এরা ভোটের ময়দানে পার হতে চাইছে তাই এইসব পরিকল্পনা করছে।” পাশাপাশি কেন্দ্রের বিজেপির নেতাদের মাথা ন্যাড়া করে ঘোল ঢালার কথা বলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তবে একইসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী এও জানিয়েছেন, বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোড়ার বিষয়টি ঘটেছে তা তিনি সমর্থন করেন না।

Mamata Banerjee On Vande Bharat Express :’পুরনো ট্রেনকে রং করে দিয়েছে…’, বন্দে ভারত নিয়ে কটাক্ষ মমতার

বৃহস্পতিবার বন্দে ভারতের নামে পুরনো ট্রেন চালানোর একই সুর শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গলাতেও। তিনি বলেন, ”বন্দে ভারত কী? পুরনো ট্রেনকে রং করে করে দিয়েছে। ইঞ্জিনটা ছাড়া সবই অনেক পুরনো রেক, যেগুলো এখান থেকে তুলে নেওয়া হয়েছে। আমার সময় বছরে অন্তত ১০০টি করে ট্রেন দিতাম। শেষ ১১ বছরে একটাও নতুন ট্রেন দেওয়া হয়নি বাংলাকে। এই একটা বন্দে ভারত ছাড়া।” গত শুক্রবার, ৩০ ডিসেম্বর বাংলার প্রথম সেমি স্পিড ট্রেন বন্দে ভারত-এর উদ্বোধন হয়।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *