বৃহস্পতিবার দুপুরে কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বন্দে ভারত নিয়ে তীব্র কটাক্ষ করেন মন্ত্রী। তিনি বলেন, ”সাধারণ ট্রেনকে বন্দে ভারতের নাম দিয়ে ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটার করার ব্যবস্থা করা হয়েছে। ১৬০ কিলোমিটার বেগে গাড়ি চলবে আর ৮ ঘন্টায় হাওড়া থেকে এন যে পি ট্রেন পৌছাবে। এরকম ট্রেনের দরকার ছিল না। এনিয়ে লোকের মধ্যে ক্ষোভ রয়েছে। সামনে নির্বাচন রয়েছে, তাই ভোটের নামে ভাঁওতাবাজি করছে কেন্দ্রের বিজেপি সরকার। এসব বন্ধ করা দরকার।” তিনি আরও বলেন, ”শহিদকে সামনে রেখে এরা ভোটের ময়দানে পার হতে চাইছে তাই এইসব পরিকল্পনা করছে।” পাশাপাশি কেন্দ্রের বিজেপির নেতাদের মাথা ন্যাড়া করে ঘোল ঢালার কথা বলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তবে একইসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী এও জানিয়েছেন, বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোড়ার বিষয়টি ঘটেছে তা তিনি সমর্থন করেন না।
বৃহস্পতিবার বন্দে ভারতের নামে পুরনো ট্রেন চালানোর একই সুর শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গলাতেও। তিনি বলেন, ”বন্দে ভারত কী? পুরনো ট্রেনকে রং করে করে দিয়েছে। ইঞ্জিনটা ছাড়া সবই অনেক পুরনো রেক, যেগুলো এখান থেকে তুলে নেওয়া হয়েছে। আমার সময় বছরে অন্তত ১০০টি করে ট্রেন দিতাম। শেষ ১১ বছরে একটাও নতুন ট্রেন দেওয়া হয়নি বাংলাকে। এই একটা বন্দে ভারত ছাড়া।” গত শুক্রবার, ৩০ ডিসেম্বর বাংলার প্রথম সেমি স্পিড ট্রেন বন্দে ভারত-এর উদ্বোধন হয়।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।