অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে অভিযোগ প্রসঙ্গে পরিবহণ মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী বলেন, ”বিভিন্ন হাসপাতলে অ্যাম্বুলেন্স ভাড়া দেয় স্বেচ্ছাসেবী সংগঠন। সরকার ভাড়া নির্ধারণ করে না। তবে ভাড়া সঠিকই নেয়। জলপাইগুড়ির ঘটনা শুনেছি। ওখানে স্বেচ্ছাসেবী সংগঠনের অ্যাম্বুলেন্স আছে।”
পরিবহনমন্ত্রীর দাবি, ”অ্যাম্বুলেন্সের ভাড়া দেওয়ার ক্ষমতা ওই পরিবারের ছিল না। এমন ক্ষেত্রে সেই পরিবারের উচিত ছিল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা।কিন্তু আমি খবর নিয়ে দেখেছি ওরা ওসব কিছু করেনি।এরপরই মৃতদেহ কাঁধে নিয়ে হাঁটতে থাকে।গ্রিন ভ্যালি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তারা অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ পৌঁছে দেয়।এটুকুর জন্য একটা খবর তৈরি হয়েছে। গরিব মানুষের জন্য অনেক সময় অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হয়, সেটা যারা দেখভাল করে আমরা খোঁজ নিচ্ছি। এক্ষেত্রে হয়তো সেই দেখভালটা করা হয়নি। কড়াভাবেই বলে দেওয়া হয়েছে ওদের, যাতে মানুষের পাশে দাঁড়ায়। অ্যাম্বুলেন্সের ভাড়া সরকার নির্ধারণ করে না।”
জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ক্রানি এলাকা নিয়ে শোরগোল রাজ্য রাজনীতিতে। বুধবার জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Jalpaiguri Super Specialty Hospital) ভর্তি হয়েছিলেন জেলার ক্রানি ব্লকের বাসিন্দা লক্ষীরানি দেওয়ান। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর পরিবারের দাবি, অনেক কাকুতি মিনতি করার পরও দেহ নিয়ে যাওয়ার জন্য তিন হাজার টাকা চায় অ্যাম্বুলেন্স (Ambulance)। কিন্তু আসল ভাড়া নাকি ১০০০ টাকা। টাকা দেওয়ার সামর্থ্য ছিল না তাঁদের। তাই কাঁধে করেই মৃতদেহ নিয়ে শ্মশানযাত্রা করে পরিবার।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।