Kolkata News: সোনাগাছিতে বসছে CCTV, ‘বাবুরা আসবে তো?’ উদ্বেগে যৌনকর্মীরা – cctv camera will be installed at sonagachi street by kolkata police


সাম্প্রতিক সময়ে সোনাগাছি নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছিল। ছিনতাই থেকে শুরু করে খুন, এই ধরনের একের পর এক ঘটনার পর এবার সুরক্ষা ব্যবস্থায় আরও তৎপর পুলিশ। জানা গিয়েছে, সোনাগাছিতে অপরাধমূলক ঘটনা ঠেকাতে এবার CCTV বসানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। বড়তলা থানার উদ্যোগে সোনাগাছির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে বসানো হতে চলেছে CCTV ক্যামেরা।

কেন এই উদ্যোগ?
গত বছর জুলাই মাসে সোনাগাছিতে একটি ঘর থেকে যৌনকর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। গলা কেটে তাঁকে খুন করা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করেছিলেন লালবাজারের গোয়ান্দারা। এই ঘটনায় খুনিকে ধরতে বিস্তর বেগ পোহাতে হয়েছিল। অন্যদিকে, গত বছর নভেম্বর মাসে সোনাগাছিতে দুই খদ্দেরের সোনার হার এবং টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে টাকা ফেরত পান তাঁরা। কলকাতা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে এই ধরনের ১১টি ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে অপরাধীদের চিহ্নিত করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এই ধরনের অপরাধমূলক কোনও ঘটনা ঘটলে যাতে রহস্যভেদ সম্ভব হয় সেই কারণে পুলিশের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Kolkata Latest News : ‘পরিষেবা’-র বদলে খদ্দেরের থেকে ছিনতাই! সোনাগাছির নিরাপত্তা নিয়ে এবার মুখ খুললেন যৌনকর্মীরা
CCTV ক্যামেরা লাগানো হলে কোনও সন্দেহভাজন যৌনপল্লিতে এলে তাঁকে চিহ্নিত করা সম্ভব হবে। যদিও এক্ষেত্রে যৌনকর্মীদের একাংশের অভিযোগ তাঁদের গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে।

ঠিক কী জানানো হচ্ছে দুর্বারের পক্ষ থেকে?

সোনাগাছিতে CCTV ক্যামেরা লাগানো প্রসঙ্গে দুর্বার মহিলা জনসংযোগ আধিকারিক মহাশ্বেতা মুখোপাধ্যায় বলেন, “বিষয়টি নজরে এসেছে। পুলিশের তরফে বলা হয়েছে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট চিহ্নিত করে সেখানে CCTV লাগানো হবে। যদি কোনও যৌনকর্মীর কাজে সমস্যা হোক বা লোকজন আসতে ভয় পাক তা আমরা চাইছি না।

যৌনপল্লিতে আসছেন না বাবুুরা, স্মার্টফোনেই পরিষেবা দিচ্ছে সোনাগাছি!
কিন্তু, পুলিশের তরফে বলা হচ্ছে তাঁরা পুরোপুরি সুরক্ষার জন্য এই উদ্যোগ নিচ্ছেন। একটি দুষ্কৃতীচক্র যৌনকর্মীদের সামনে রেখে প্রতারণা চক্র চালিয়ে যাচ্ছে। এই অবস্থাতে আমরা চাইছি তাদের শাস্তি হোক। কিন্তু, এর জন্য যৌনকর্মীদের কোনও ক্ষতি হলে তা সমর্থনযোগ্য নয়।” অন্যদিকে, সোনাগাছির এক যৌনকর্মী বলেন, “যদি ক্যামেরা লাগানো হয় সেক্ষেত্রে খদ্দেররা আসতে ভয় পাবেন। আমাদের ব্যবসায় এর প্রভাব পড়বে বলে আমরা আশঙ্কা করছি।”

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *