পূর্ব মেদিনীপুরে এক অনুষ্ঠানে কুণাল ঘোষকে দেখে উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান, এগিয়ে গিয়ে শুভেচ্ছা বিনিময় তাঁর।

হাইলাইটস
- পূর্ব মেদিনীপুরে এক অনুষ্ঠানে তৃণমূলের কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে দেখে উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান।
- এগিয়ে গিয়ে স্লোগান দেওয়া ব্যক্তির সঙ্গে হাত মেলাতে দেখা গেল কুণাল ঘোষকে।
- এর পরেই ফের শুরু হয় বিতর্ক।
মাঠের চারিধারে বসে থাকা দর্শকদের দিকে এগিয়ে যান তিনি। অনেকের সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করতে থাকেন। এর মধ্যেই দর্শকদের মধ্যেই একজনকে ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দেন এক ব্যক্তি। তাঁর সঙ্গে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন কুণাল। দর্শকদের মধ্যে দিয়ে যাওয়ার মাঝেই কুণাল ঘোষকে দেখে একজন জয় শ্রীরাম স্লোগান দেন। সঙ্গে সঙ্গে তাঁর দিকে এগিয়ে যান কুণাল। তাঁকে ডেকে বলেন, “সামনে এস না। অসুবিধা কিসের? সামনে এস!” সেই ব্যক্তি দর্শকদের মধ্যে একটু পিছনের সারিতে ছিলেন। কুণালের কথা শুনে বাকিদের সরিয়ে সেই ব্যক্তি এগিয়ে আসেন। স্লোগান তোলা সেই ব্যক্তি হাত এগিয়ে দেন কুণাল ঘোষের দিকে করমর্দন করার জন্য। কুণাল ঘোষও তাঁর দিকে হাত বাড়িয়ে করমর্দন করেন, মুখে বলেন, ” নতুন বছরে ভালো থেকো।” অনেকেই এরপর আশপাশ থেকে হাততালি দিয়ে ওঠেন।
রাজ্যে প্রায়শই মাথাচাড়া দিয়ে ওঠে ‘জয় শ্রীরাম’ বিতর্ক। সাম্প্রতিক উদাহরণ হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের অনুষ্ঠান। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে ওঠার আগে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কয়েকজন বিজেপি নেতা, কর্মীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে ওঠেন। স্লোগান শুনেই ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের মঞ্চে না উঠে নিচে প্ল্যাটফর্মে উপবিষ্ট আসনে বসে পড়েন তিনি। পরে অনুষ্ঠানের সঞ্চালক, রেলমন্ত্রী, বিজেপি সাংসদকে এগিয়ে এসে স্লোগান দিতে নিষেধ করতে হয়। তবে অনুষ্ঠানে আর মঞ্চে উঠতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে। এর পরেই ফের শুরু হয় বিতর্ক।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ