Kunal Ghosh : ‘ভালো থেকো…’ জয় শ্রীরাম ধ্বনি শুনে পালটা দিলেন কুনাল – kunal ghosh replied on jai shree ram slogan from east medinipur meeting


পূর্ব মেদিনীপুরে এক অনুষ্ঠানে কুণাল ঘোষকে দেখে উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান, এগিয়ে গিয়ে শুভেচ্ছা বিনিময় তাঁর।

 

Kunal Ghosh
কুণাল ঘোষ

হাইলাইটস

  • পূর্ব মেদিনীপুরে এক অনুষ্ঠানে তৃণমূলের কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে দেখে উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান।
  • এগিয়ে গিয়ে স্লোগান দেওয়া ব্যক্তির সঙ্গে হাত মেলাতে দেখা গেল কুণাল ঘোষকে।
  • এর পরেই ফের শুরু হয় বিতর্ক।
Purba Medinipur : শাসক ও বিরোধীদলের রোজনামচায় তিনি অনেক সময়ই থাকেন বিতর্কের মধ্যমণি। তাঁকেই দেখা গেল রাজ্য রাজনীতিতে আবহমান ‘জয় শ্রীরাম’ বিতর্ক এড়িয়ে যেতে। পূর্ব মেদিনীপুরে (East Medinipur) এক অনুষ্ঠানে তৃণমূলের কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh) দেখে উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান। সহাস্যে এগিয়ে গিয়ে স্লোগান দেওয়া ব্যক্তির সঙ্গে হাত মেলাতে দেখা গেল কুণাল ঘোষকে। ঘটনার সূত্রপাত খেজুরিতে (Khejuri)। শুক্রবার পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার খেজুরির বাঁশগোড়াতে একটি ক্রিকেট টুর্নামেন্টের (Cricket Tournament) অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। কুনালকে দেখেই জয় শ্রীরাম ধ্বনি। হাসি মুখে সেই জয় শ্রী স্লোগান শুনলেন তিনি। হাতও মেলালেন। এদিন ওই ক্রিকেট টুর্নামেন্টের অনুষ্ঠানে অন্যতম অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি। টুর্নামেন্টের মাঝে একটা সময় মাঠের চারিদিকে অবস্থিত দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং করমর্দন করতে দেখা যায় তাঁকে।

Howrah-NJP Vande Bharat Express: জয় শ্রীরাম স্লোগান শুনে অসন্তুষ্ট মমতা, বন্দে ভারত উদ্বোধনী অনুষ্ঠানে বিতর্ক
মাঠের চারিধারে বসে থাকা দর্শকদের দিকে এগিয়ে যান তিনি। অনেকের সঙ্গেই শুভেচ্ছা বিনিময় করতে থাকেন। এর মধ্যেই দর্শকদের মধ্যেই একজনকে ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দেন এক ব্যক্তি। তাঁর সঙ্গে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন কুণাল। দর্শকদের মধ্যে দিয়ে যাওয়ার মাঝেই কুণাল ঘোষকে দেখে একজন জয় শ্রীরাম স্লোগান দেন। সঙ্গে সঙ্গে তাঁর দিকে এগিয়ে যান কুণাল। তাঁকে ডেকে বলেন, “সামনে এস না। অসুবিধা কিসের? সামনে এস!” সেই ব্যক্তি দর্শকদের মধ্যে একটু পিছনের সারিতে ছিলেন। কুণালের কথা শুনে বাকিদের সরিয়ে সেই ব্যক্তি এগিয়ে আসেন। স্লোগান তোলা সেই ব্যক্তি হাত এগিয়ে দেন কুণাল ঘোষের দিকে করমর্দন করার জন্য। কুণাল ঘোষও তাঁর দিকে হাত বাড়িয়ে করমর্দন করেন, মুখে বলেন, ” নতুন বছরে ভালো থেকো।” অনেকেই এরপর আশপাশ থেকে হাততালি দিয়ে ওঠেন।

Abhishek Banerjee : ‘মমতার মধ্যে ভগবান রামকে দেখতে পায়’, জয় শ্রীরাম স্লোগান নিয়ে কটাক্ষ অভিষেকের
রাজ্যে প্রায়শই মাথাচাড়া দিয়ে ওঠে ‘জয় শ্রীরাম’ বিতর্ক। সাম্প্রতিক উদাহরণ হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের অনুষ্ঠান। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে ওঠার আগে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কয়েকজন বিজেপি নেতা, কর্মীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে ওঠেন। স্লোগান শুনেই ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের মঞ্চে না উঠে নিচে প্ল্যাটফর্মে উপবিষ্ট আসনে বসে পড়েন তিনি। পরে অনুষ্ঠানের সঞ্চালক, রেলমন্ত্রী, বিজেপি সাংসদকে এগিয়ে এসে স্লোগান দিতে নিষেধ করতে হয়। তবে অনুষ্ঠানে আর মঞ্চে উঠতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে। এর পরেই ফের শুরু হয় বিতর্ক।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *