National Highway : হাওড়ার জাতীয় সড়কে বাড়ছে দুষ্কৃতী দৌরাত্ম্য, এবার চুরি আস্ত একটি লরি – howrah national highway miscreants theft a lorry police started investigation


National Highway : ১৬ নং জাতীয় সড়কে আবারও দুস্কৃতী দৌরাত্ম্য। কয়েকদিন আগে বীরশিবপুরের কাছে লরি চালককে বেহুঁশ করে টাকা মোবাইল চুরি করার পর এবার আস্ত একটা লরি চুরির অভিযোগ উঠল দুস্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ লরির জানলার কাঁচ ভেঙে নকল চাবি দিয়ে লরি নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা । এই ঘটনার পর উলুবেড়িয়া থানায় (Uluberia Police Station) অভিযোগ দায়ের করা হবে বলে জানান বাস মালিক। বারবার ১৬ নং জাতীয় সড়কে ছিনতাই, চুরির ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

Bardhaman News: শক্তিগড়ে ল্যাংচা হাবে তীর্থযাত্রীদের বাস ভাঙচুর, মারধরের অভিযোগ
জানা গিয়েছে, অন্যান্য দিনের মত মঙ্গলবার রাতে ১৬ নং জাতীয় সড়কের (16 no. National Highway) উলুবেড়িয়া পানপুর মোড়ে এক লরির চালক গাড়িতে চাবি দিয়ে বাড়ি চলে যান। বুধবার সকালে চালক পানপুর মোড়ে এসে দেখেন লরি উধাও। পরিবর্তে সেখানে পরে আছে লরির জানালার ভাঙা কাঁচ। এরপরই তিনি লরির মালিককে বিষয়টি জানান। লরি চালকের দাবি, দুস্কৃতীরা লরির জানালার কাঁচ ভেঙে লরির ভিতর ঢুকে নকল চাবি দিয়ে লরি নিয়ে পালিয়ে গেছে। উলুবেড়িয়া থানা সূত্রে খবর এখনও পর্যন্ত এই নিয়ে কোন লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ জমা পড়লে খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়া হবে।

লরি চোরদের নিয়ে দুশ্চিন্তা জাতীয় সড়কে
গত ৩১ ডিসেম্বর ১৬ নং জাতীয় সড়কে এক লরির চালককে বেহুঁশ করে টাকাপয়সা, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ করা হয় কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে হাওড়ার বীরশিবপুর এলাকায়। ঘটনার দিন ১৬ নং জাতীয় সরকার উপর এক লরির চালক লরিটি পার্ক করে তার ভিতরে ঘুমোচ্ছিলেন। সকালে ঘুম থেকে উঠে দেখা যায়, তার কাছে থাকা সমস্ত টাকাপয়সা, মোবাইল উধাও। চালকের অভিযোগ ছিল, চালকের কেবিনে কোনও কিছু স্প্রে করে দেওয়া হয়েছিল তাঁকে বেহুঁশ করার জন্য। এরপর সব কিছু চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উলুবেড়িয়া থানার পুলিশ। তারা তদন্ত শুরু করে।

Howrah News : ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনের পর লরি চালকের মোবাইল-টাকা চুরি, প্রশ্নের মুখে জাতীয় সড়কের নিরাপত্তা
প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর বুধবার ভোরে হাওড়ার বাগনানে ১৬ নং জাতীয় সড়কের ওপর খুন হন ঝাড়খণ্ডের অভিনেত্রী ইউটিউবার রিয়া কুমারী। যিনি ইশা আলিয়া নামেও পরিচিত। সন্তানের সামনেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে তাঁকে খুন করা হয়। অভিনেত্রীর স্বামী প্রকাশ কুমার দাবি করেন, তাঁর স্ত্রীকে খুন করেছে ছিনতাইবাজ দুষ্কৃতীরা। পরে প্রকাশ কুমার, তাঁর প্রথম পক্ষের স্ত্রী, প্রকাশের দুই ভাই, সন্দীপ কুমার ও আকাশ কুমারের নামে বাগনান থানায় অভিযোগ করেন মৃতার দাদা। অভিযোগ দায়েরের পরেই গ্রেফতার করা হয় প্রকাশ কুমারকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *