Potato Price : আলুর বাজার মন্দা, মাথায় হাত মুর্শিদাবাদের চাষিদের – murshidabad potato farmers facing problem after decreasing new potato price


West Bengal News : নতুন আলুর দাম নিম্নমুখী হওয়ায় মাথায় হাত পড়েছে মুর্শিদাবাদের আলু চাষিদের। যেহারে দাম কমছে, তাতে লাভের আশা ছেড়ে দিয়ে আলু চাষিরা (Potato Farmers) খরচের টাকা তোলার দিকেই চেয়ে রয়েছেন চাষিরা। বিঘা প্রতি ফলনের হিসাবে অনেক ক্ষেত্রেই লোকসানের মুখে পড়তে হচ্ছে বহরমপুরের (Baharampur) আলু চাষিদের।

Potato : ২ টাকা কেজি আলু, প্রচার শুনেই ক্রেতাদের হুড়োহুড়ি মুর্শিদাবাদে
স্থানীয় সূত্রে খবর, গতকাল বড়ঞা ব্লকের আলু চাষিরা বস্তা প্রতি (৫০ কেজি) আলুর দাম পেয়েছেন ৩০২ টাকা। বিঘা প্রতি ফলনের হিসাবে তাই এখন ক্ষতির মুখে চাষিরা। মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় ১৩ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়। এবার পাঞ্জাবের বীজের দাম কম থাকায় আলু চাষের জমির পরিমাণ ১৪ হাজার হেক্টরে দাঁড়িয়েছে। চাষিদের দাবি, বিঘা প্রতি আলু চাষে খরচ পরে ১৮-২০ হাজার টাকা। যাঁরা সম্পূর্ণটাই শ্রমিক দিয়ে চাষ করেন, তাঁদের খরচ দাঁড়ায় প্রায় ২৫ হাজার টাকা প্রতি বিঘা। আর বিঘা প্রতি আলুর ফলন ৪০-৪৫ কুইন্ট্যাল।

Potato Price : ২ টাকা কেজি আলু, হরির লুট কাটোয়ায়
আলু চাষিরা জানাচ্ছেন, এবার শুরুতে আলু বিক্রি হয়েছে ৬৩০ টাকা প্রতি বস্তা। তারপর থেকে যত দিন গিয়েছে আলুর দাম (Potato Price) ততই নীচের দিকে নেমেছে। বৃহস্পতিবার আলু বিক্রি হয়েছে ৩০২ টাকা বস্তা হিসাবে। পরপর দু’বছর লকডাউনের পর এবার আলু চাষিরা (Potato Farmers) লাভের মুখ দেখব বলেই তাকিয়ে ছিল। কিন্তু দাম কমতে থাকায় এখন চাষিরা খরচের টাকা তোলা নিয়েই চিন্তায় পড়েছেন। শেষ পর্যন্ত দাম কোথায় গিয়ে ঠেকবে সেই হতাশায় ভুগছে আলু চাষিরা। আলু চাষি অসিত মোহন ঘোষ বলেন, “আমাদের বিঘা প্রতি আলু চাষে ১৮ থেকে ২০ হাজার টাকা খরচ হয়েছে। বিক্রি করে আয় হচ্ছে ১৮ হাজার টাকার কাছাকাছি। মোটের উপর শুধু খরচের হিসাবটা উঠে আসছে। লাভের কোনও বিষয় নেই। যে হারে সারের দাম, ওষুধের দাম বাড়ছে, সে হারে তো চাষিদের আয় বাড়ছে না, সে কারণেই আমরা মুশকিলে পড়েছি।”

Potato Seed : মহার্ঘ্য পঞ্জাবের আলুর বীজ, মুর্শিদাবাদে বিকোচ্ছে বিনামূল্যে
সপ্তাহ খানেক আগেই দেখা যায়, দু’দিন ধরে বড়ঞা ব্লকের ডাকবাংলায় বিনা পয়সায় বিলি হয়েছে পাঞ্জাবের আলুর বীজ (Punjab Potato Seed)। তবে বিনা পয়সায় মিললেও চাহিদা নেই বীজের। মাঠে গড়াগড়ি খাচ্ছে ‘মহার্ঘ্য’ পাঞ্জাবের আলুর বীজ। আলুর ফলন এ বছর যে হারে হয়েছে, তাতে আগামী দিনে দাম বাড়ার আশঙ্কা করছেন চাষিরা। তখন চাষের উৎপাদন খরচটুকু তুলতেই হিমশিম খেতে হবে বলে ধারণা চাষিদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *