Pradhan Mantri Awas Yojana : প্রয়োজনে ফেরত নিতে হবে টাকা, নির্দেশ বিডিওদের – pradhan mantri awas yojana corruption district administration special order for bdo in bardhaman


কোনও ব্যক্তির নাম তালিকায় থাকলে যদি দেখা যায় তাঁর পাকা বাড়ি রয়েছে, তাহলে উপভোক্তার অ্যাকাউন্টে চলে যাওয়া টাকা ফেরত পেতে উদ্যোগ নিতে হবে বিডিওদেরই।

 

হাইলাইটস

  • আবাসে জিরো এরর বা ত্রুটিশূন্য তালিকা তৈরি করতে এবার বিডিওদের নির্দেশ দেওয়া হলো।
  • জেলা প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অনুমোদিত তালিকায় কোনও নাম নিয়ে সংশয় তৈরি হলে পদক্ষেপ করতে হবে।
  • কোনও ব্যক্তির নাম তালিকায় থাকলে যদি দেখা যায় তাঁর পাকা বাড়ি রয়েছে, তাহলে উপভোক্তার অ্যাকাউন্টে চলে যাওয়া টাকা ফেরত পেতে উদ্যোগ নিতে হবে বিডিওদেরই।
এই সময়, বর্ধমান: আবাসে জিরো এরর বা ত্রুটিশূন্য তালিকা তৈরি করতে এবার বিডিওদের নির্দেশ দেওয়া হলো। জেলা প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, অনুমোদিত তালিকায় কোনও নাম নিয়ে সংশয় তৈরি হলে পদক্ষেপ করতে হবে। এমনকী কোনও ব্যক্তির নাম তালিকায় থাকলে যদি দেখা যায় তাঁর পাকা বাড়ি রয়েছে, তাহলে উপভোক্তার অ্যাকাউন্টে চলে যাওয়া টাকা ফেরত পেতে উদ্যোগ নিতে হবে বিডিওদেরই। প্রয়োজনে থানায় অভিযোগ জানাতে পারবে ব্লক প্রশাসন। পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) কাজলকুমার রায় বলেন, ‘আমরা চাইছি, পাকা বাড়ি রয়েছে এমন কেউ যেন এই প্রকল্পের সুবিধা না পান। বিডিওদের সেটাই জানিয়ে দেওয়া হয়েছে। কঠোর হাতে প্রশাসন সেটা করবে। কোনও প্রভাব খাটানো চলবে না। পাকা বাড়ি থাকলে টাকাও ফেরত নেওয়া হবে।’ ৩১ ডিসেম্বর তালিকা তৈরির দিন শেষ হতেই নতুন বছরের গোড়ায় তদন্ত করে বেশ কয়েকটি ক্ষেত্রে অনিয়ম দেখতে পান খণ্ডঘোষের বিডিও সত্যজিৎ কুমার। তিনি ও তাঁর দল অনুসন্ধান চালিয়ে তালিকায় থাকা ৬৯ জনের নাম বাদ দেন। বৃহস্পতিবারও ওই ব্লকের নিশ্চিন্তপুরের বাসিন্দা মোল্লা নাসিরুদ্দিনের নাম বাদ দেওয়া হয়েছে। ব্লক প্রশাসন জানিয়েছে, নাসিরুদ্দিনের পাকা বাড়ি থাকার জন্য তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে ব্লকে বাদ পড়ল মোট ৭০টি নাম।

Pradhan Mantri Awas Yojana : শুভেচ্ছার আড়ালে বিডিও অনিয়ম ধরলেন আবাসের
এদিন জেলা প্রশাসনের এমন নির্দেশের পর আরও সতর্ক হয়েছেন বিভিন্ন ব্লকের বিডিওরা। বর্ধমান ১ ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য বলেন, ‘অনুমোদনের পরেও ধরে ধরে তালিকা খতিয়ে দেখার নির্দেশ এসেছে জেলা প্রশাসন থেকে। তালিকা যেন একেবারে ত্রুটিমুক্ত থাকে তা দেখতে হবে। সামান্য অভিযোগ এলেও তা গুরুত্ব দিয়ে দেখতে হবে। তবে আমরা আগে থেকেই সতর্কতার সঙ্গে কাজ করেছি। এখনও সেই প্রক্রিয়া শেষ হয়নি।’ পুরোপুরি নিশ্চিত হলে তবেই টাকা ছাড়া হবে বলে জানিয়েছেন গলসি ১ ব্লকের বিডিও দেবলীনা দাস। বলেন, ‘অনুমোদিত তালিকা খতিয়ে দেখে প্রয়োজনে নাম বাদ দেওয়ার নির্দেশ এসেছে। যে সব অভিযোগ এসেছে তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। পুরোপুরি নিশ্চিত হলে টাকা দেওয়া হবে।’

PM Awas Yojana : ১০ লাখ বাড়ি নির্মাণের সময় বাঁধলেন মুখ্যসচিব
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তৃতীয় পর্বের সমীক্ষার পর পাকা বাড়ি থাকলেও প্রভাব খাটিয়ে নাম তালিকায় রেখে দেওয়া হয়েছে বলে তাদের কাছে অভিযোগ এসেছে। সংশ্লিষ্ট বিডিওদের কাছে অভিযোগ ধরে সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। জানিয়ে দেওয়া হয়েচে, টাকা দেওয়ার আগে যেন একশো শতাংশ যাচাই করে নেওয়া হয়। বর্ধমান ২ ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার বলেন, ‘পাকা বাড়ি থাকলেও তালিকায় রয়েছে এমন কয়েকটি নাম আমার ব্লকে পেয়েছি। আমরা স্পট ভিজিট করিয়ে সেগুলি বাতিল করব। পাকা বাড়ি থাকলে এই সুবিধা আমার ব্লকে কেউ পাবে না এটা নিশ্চিত করতে পারি। জেলাশাসকের অফিস থেকে সেই নির্দেশ আমাদের দেওয়া হয়েছে।’

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *