ঠান্ডা মাথায় স্ত্রীকে খুনের নিখুঁত ছক! এবার শিলিগুড়ির রেনুকা খাতুন খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য।

হাইলাইটস
- প্রথমে দোকানে নিয়ে গিয়ে স্ত্রীকে বিরিয়ানি খাইয়েছিল, পরে তাঁকে ফাসিদেওয়ায় নিয়ে যায় শিলিগুড়ির রেনুকা খাতুন হত্যা-মামলার মূল অভিযুক্ত এমডি আনসারুল।
- এরপর দেহ দুই টুকরো করে ক্যানেলের জলে ভাসিয়ে দেয় সে।
- শুক্রবার সকালে রেনুকা খাতুনের মাথা ও দেহ উদ্ধার করেছে পুলিশ।
পেশায় রঙ মিস্ত্রী আনসারুলের ফাঁসিদেওয়ার চটহাটের কাছে এক আত্মীয়ের বাড়ি। আর সেই সূত্রেই রেনুকার সঙ্গে তার আলাপ। পুলিশ সূত্রে খবর, খুনের একদিন আগে ফাঁসিদেওয়ারগোয়ালটুলি মোড়ের কাছে সুদামগছে গিয়েছিল সে। সেখানে গিয়ে বস্তা, ছুরি রেখে াসে। এরপর ২৪ ডিসেম্বর স্ত্রীকে নিয়ে সে সেখানে যায়। তাঁর আগে গেটবাজারের কাছে একটি দোকানে বিরিয়ানি খাওয়ায় স্ত্রীকে।
সেখান থেকে নিয়ে যায় গোয়ালটুলি মোড় এলাকায়। এরপর আগে থেকে লুকিয়ে রাখা ছুরি দিয়েই স্ত্রীকে খুন করে দেহ দুই টুকরো করে ক্যানেলের জলে ফেলে দেয় বলে প্রাথমিক অনুমান পুলিশের। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, আগে থেকে কিছু পোশাক রেখে দিয়েছিল আনসারুল। খুনের পর পোশাক বদলে নেয় সে। এরপরই পরিবারকে জানায় স্ত্রী নিখোঁজ হয়ে গিয়েছে। রেনুকার মোবাইলটিও ফেলে দেয় আনসারুল। গত কয়েকদিন ধরেই স্ত্রীকে খুনের পরিকল্পনা করছিল সে, মনে করছেন তদন্তকারীরা। শুক্রবার রেনুকার দেহের ময়নাতদন্ত হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ