Siliguri News: স্ত্রীকে বিরিয়ানি খাওয়ানোর পর কেটে দু’টুকরো! রেনুকাহত্যায় স্বামী আনসারুলের ভূমিকায় হতবাক গোয়েন্দারা – renuka khatun husband ansarul allegedly offer her biriyani before murder


ঠান্ডা মাথায় স্ত্রীকে খুনের নিখুঁত ছক! এবার শিলিগুড়ির রেনুকা খাতুন খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য।

 

Siliguri News
রেনুকা খাতুন (বাম দিকে) ও এমডি আনসারুল (ডান দিকে)

হাইলাইটস

  • প্রথমে দোকানে নিয়ে গিয়ে স্ত্রীকে বিরিয়ানি খাইয়েছিল, পরে তাঁকে ফাসিদেওয়ায় নিয়ে যায় শিলিগুড়ির রেনুকা খাতুন হত্যা-মামলার মূল অভিযুক্ত এমডি আনসারুল।
  • এরপর দেহ দুই টুকরো করে ক্যানেলের জলে ভাসিয়ে দেয় সে।
  • শুক্রবার সকালে রেনুকা খাতুনের মাথা ও দেহ উদ্ধার করেছে পুলিশ।
Today Siliguri News: প্রথমে দোকানে নিয়ে গিয়ে স্ত্রীকে বিরিয়ানি খাইয়েছিল, পরে তাঁকে ফাসিদেওয়ায় নিয়ে যায় শিলিগুড়ির রেনুকা খাতুন (Renuka Khatun) হত্যা-মামলার মূল অভিযুক্ত এমডি আনসারুল। এরপর দেহ দুই টুকরো করে ক্যানেলের জলে ভাসিয়ে দেয় সে। শুক্রবার সকালে রেনুকা খাতুনের মাথা ও দেহ উদ্ধার করেছে পুলিশ। বস্তাবন্দি করে দেহ ফেলা হয় ক্যানেলে। কিন্তু, স্ত্রীকে খুন করার পর ১২ দিন ধরে একেবারে ঠান্ডা স্বভাবে সমস্ত কাজ করেছে স্বামী এমডি আনসারুল। কাউকে বুঝতে পর্যন্ত দেয়নি যে কী কাণ্ড সে বাঁধিয়েছে। এমনকী, শ্বশুরবাড়িতে গিয়েও খাবার খেয়েছিল আনসারুল। তাকে আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এদিকে স্ত্রীকে পরকীয়া নিয়ে সন্দেহ করলেও রেনুকার পরিবারের দাবি মাটিগাড়া এলাকার এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল এমডি আনসারুলের। তা জেনে গিয়েছিলেন রেনুকা। আর সেই জন্যই তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে আনসারুল। পুরো বিষয়টি খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ। মৃত রেনুকার আত্মীয় মিন্নাতুল্লা জানান, ৬ বছর আগে বিয়ে হয়েছিল রেনুকা ও আনসারুলের। রেনুকাকে প্রথম দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল আনসারুলের। এরপর প্রায় ছয় মাস ধরে রেনুকার পরিবারকে চাপ দেয় সে বিয়ের দেওয়ার জন্য।

Renuka Khatun Murder Case : পরকীয়া সন্দেহে স্ত্রীকে দু’টুকরো, শিলিগুড়িতে ক্যানেল থেকে উদ্ধার রেণুকার কাটা মুণ্ড
পেশায় রঙ মিস্ত্রী আনসারুলের ফাঁসিদেওয়ার চটহাটের কাছে এক আত্মীয়ের বাড়ি। আর সেই সূত্রেই রেনুকার সঙ্গে তার আলাপ। পুলিশ সূত্রে খবর, খুনের একদিন আগে ফাঁসিদেওয়ারগোয়ালটুলি মোড়ের কাছে সুদামগছে গিয়েছিল সে। সেখানে গিয়ে বস্তা, ছুরি রেখে াসে। এরপর ২৪ ডিসেম্বর স্ত্রীকে নিয়ে সে সেখানে যায়। তাঁর আগে গেটবাজারের কাছে একটি দোকানে বিরিয়ানি খাওয়ায় স্ত্রীকে।

Siliguri Murder Case: পরকীয়া সন্দেহে স্ত্রীকে দু’টুকরো করে দেহ খালে! শিলিগুড়িতে শ্রদ্ধাকাণ্ডের ছায়া
সেখান থেকে নিয়ে যায় গোয়ালটুলি মোড় এলাকায়। এরপর আগে থেকে লুকিয়ে রাখা ছুরি দিয়েই স্ত্রীকে খুন করে দেহ দুই টুকরো করে ক্যানেলের জলে ফেলে দেয় বলে প্রাথমিক অনুমান পুলিশের। প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, আগে থেকে কিছু পোশাক রেখে দিয়েছিল আনসারুল। খুনের পর পোশাক বদলে নেয় সে। এরপরই পরিবারকে জানায় স্ত্রী নিখোঁজ হয়ে গিয়েছে। রেনুকার মোবাইলটিও ফেলে দেয় আনসারুল। গত কয়েকদিন ধরেই স্ত্রীকে খুনের পরিকল্পনা করছিল সে, মনে করছেন তদন্তকারীরা। শুক্রবার রেনুকার দেহের ময়নাতদন্ত হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *