SSC Teacher Recruitment: বঞ্চিত চাকরিপ্রার্থীদের নিয়োগের উদ্যোগ শুরু, ৬৫ জনকে কাউন্সেলিংয়ে ডাক – teacher applicants recruitment starts from today ssc called 65 candidate today


SSC Scam in Bengal দীর্ঘ ছয় বছরের অপেক্ষার অবসান। অবশেষে হাতে নিয়োগপত্র। শুক্রবার থেকে শুরু হল এসএসসি বঞ্চিত প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া। র‌্যাম্প জাম্প করে চাকরি পাওয়া অযোগ্যদের কারণে বঞ্চিত হয়েছেন যে প্রার্থীরা, তাদের মধ্যে ৬৫ জনকে সুপারিশপত্র দেওয়ার জন্য শুক্রবার ডাকা হয়েছে এসএসসি ভবনে। চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, ওয়েটিং লিস্ট থেকে আদালতের নির্দেশ মতো শুরু হয়েছে নিয়োগ।

Babita Sarkar: চাকরি থাকছে ববিতার? মন্ত্রী কন্যার থেকে পাওয়া টাকা আলাদা করে রাখার নির্দেশ বিচারপতির

এস এস সি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, এসএসসি তরফ থেকে মহামান্য আদালতের কাছে একটি হলফনামা পেশ করা হয়েছিল সেপ্টেম্বর মাসে নথি পরীক্ষাল করে দেখা গিয়েছিল ১৮৩ জন র‌্যাম্প জাম্পিং করে সুপারিশ পত্র পেয়েছে। এরপরই তাদের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পরবর্তীকালে ডিআইদের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায় ১০২ জন নিজেদের চাকরিতে যোগ দেননি। আদালতের নির্দেশে, সেই শূন্যস্থানেই বঞ্চিত প্রার্থীদের প্যানেল থেকে নিয়োগের নির্দেশ দেয় আদালত। সেই মতোই এদিন সুপারিশপত্র দিতে ৬৫ জনকে ডেকেছে স্কুল সার্ভিস কমিশন।

SSC Scam Update : সাদা কালি লেপে নম্বর চুরি ওএমআরে শিটে!

শুধু মাত্র ৬৫ জন কেন?

আন্দোলনে হাজার হাজার শিক্ষকপদে চাকরিপ্রার্থী। ১০২টি শূন্যপদ থাকা সত্ত্বেও কেন শুধুমাত্র ৬৫ জন চাকরিপ্রার্থীকে ডাকা হল! এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, আদালত নির্দেশ দিয়েছিল ১০২ পদে শিক্ষকেরা যোগ দেননি, তাতে মেধা তালিকা থেকে যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য ডাকার কথা বলা হয়। কিন্তু মেধা তালিকায় যোগ্য প্রার্থী হিসেবে ৬৫ জনকে পাওয়া যায়। সেই মতোই পড়ে ডাক।

Primary TET Recruitment: বাতিল চাকরিপ্রার্থীর দাবির সত্যতা প্রমাণে বাড়ি থেকে ডায়েরি আনার নির্দেশ বিচারপতির

সিদ্ধার্থ মজুমদার এও জানান, ”কিছু কিছু ক্ষেত্রে মেধা তালিকা শেষ হয়ে গিয়েছিল। ফলে এখন আর কাউকে নিয়োগ করবার মতো নেই। আমরা ৬৮ জনকে পেয়েছিলাম তার মধ্যে তিনজনের ক্ষেত্রে একটু সমস্যা ছিল। সেকথাও বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জানানো হয়। হলফনামাও জমা দেওয়া হয়। ফলে ৬৫ জনকে আজকে ওই নন জয়েনিং ৱ্যাঙ্ক জাম্পিং অথচ নন জয়েনিং এই ৬৫ টি ভেকেন্সিতে ৬৫ জনকে আজকে সুপারিশ পত্র দেওয়ার জন্য ডেকেছি।”

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *