বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুড়ে হামলার ঘটনায় গ্রেফতার হয়েছে তিন জন। তাদের বিহার থেকে গ্রেফতার করা হয়েছে।
হাইলাইটস
- যাত্রা শুরুর পর দু’বার আক্রান্ত হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস।
- এবার এই ঘটনায় তিন নাবালককে বিহারের কিষানগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।
- কিসানগঞ্জের SDPO আনওয়ার জাভেদ বলেন, “CCTV ফুটেজের উপর ভিত্তি করে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।”
জানা গিয়েছে, ওই ধৃত তিন জন বিহারের নিমলা গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ধৃতরা জেরায় জানিয়েছে মজার ছলে তারা পাথর ছোড়ে। উল্লেখ্য, ২০২২ সালে ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি-গামী সেমি হাইস্পিড বন্দে ভারত ট্রেনটির উদ্বোধন করেন। এরপর যাত্রীদের জন্য ১ জানুয়ারি থেকে এই ট্রেন যাত্রা শুরু করে। উল্লেখ্য, ২ তারিখ মালদায় এই ট্রেনটির উপর হামলা চালানো হয়। ছোড়া হয়েছিল পাথর। এর ফলে ট্রেনের একটি জানালা ভেঙে যায়। পরে নিউ জলপাইগুড়ি স্টেশনেও বন্দে ভারতকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয় পাথর। সেখানে C6, C3 কামরা এর জেরে ক্ষতিগ্রস্ত হয়। যদিও কোনও যাত্রী আঘাত পাননি। তবে এই ঘটনায় কেউ আঘাত পায়নি।
বন্দে ভারতে হামলার ঘটনায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সুর চড়িয়েছিলেন দিলীপ ঘোষ। তাঁর তোপ ছিল, “বাংলা দিন দিন কাশ্মীরে পরিণত হচ্ছে।” অন্যদিকে, এই বিষয়ে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। তিনি বৃহস্পতিবার বলেন, “বাংলাকে বদনাম করার জন্য বিহার থেকে পাথর ছোড়া হচ্ছে।” বিহারের মানুষ বাংলাকে পছন্দ না করতে পারে। ণতন্ত্রে ক্ষোভ থাকতেই পারে। কিন্তু, সেখানে BJP সরকার নেই বলে ওদের বন্দে ভারত দেওয়া হবে না। কিন্তু, বাংলাকে বদনাম করতে বরদাস্ত করব না। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ভুয়ো খবরের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব।”
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ