চলতি বছরে যাতে পানীয় জল নিয়ে কোনো অভিযোগ না হয় তা নিশ্চিত করতে জল সরবরাহ বিভাগের কর্তাদের নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

হাইলাইটস
- গরমে শহরে পানীয় জল নিয়ে অভিযোগের অন্ত থাকে না।
- চলতি বছরে যাতে তার পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে জল সরবরাহ বিভাগের কর্তাদের নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
- সেই নির্দেশ মেনেই শহরে কোথায় কোথায় জল সরবরাহ নিয়ে অভিযোগ বেশি এবং কোন কোন পাম্পিং স্টেশনে জল উৎপাদন বাড়ানো যায়–তা দেখার জন্যে বিশেষ কমিটি গড়ল পুরসভা।
বর্তমানে পানীয় জলের জোগানে ৬৬টি বুস্টার পাম্পিং স্টেশন রয়েছে। গত বছরও তিনটে নতুন বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে। মূলত গড়িয়া, রুবি, পার্ক সার্কাস, নয়াবাঁধ, কালিকাপুর, গড়ফা, অজয়নগর, সন্তোষপুর, পাটুলি, বৈষ্ণবঘাটা, আনন্দপুর, তপসিয়া, পঞ্চান্নগ্রাম, কসবা এবং মুকুন্দপুর এলাকায় এ বারের গরমে পানীয় জলের সমস্যা যাতে না হয়, সে জন্যেই ওই চত্বরে জলের উৎপাদন ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করেছে পুরসভা। মেয়র বলেন,’কলকাতায় এখন যে পরিমাণে জল উৎপাদন হয়, তাতে জল নিয়ে সমস্যা থাকার কথা নয়। কিন্তু শহরের বহর যে ভাবে বাড়ছে–সে কথা মাথায় রেখেই জল উৎপাদন বাড়ানো হচ্ছে।’
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ