West Medinipur News : গড়বেতায় হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত জমি-বাড়ি-ফসল, আতঙ্কে গ্রামবাসীরা – west medinipur garbeta elephant rampaged crops destroyed


গড়বেতায় হাতির তাণ্ডবে মৃত্যু একাধিক গবাদি পশুর, দেড়শো বিঘা জমির ফসল নষ্ট।

 

Garbeta News
হাতির তাণ্ডব গড়বেতায়

হাইলাইটস

  • মৃত্যু হচ্ছে একাধিক গবাদি পশুর।
  • নষ্ট হচ্ছে ফসলের জমি।
  • হাতির তাণ্ডবে অতিষ্ট গড়বেতা।
Paschim Medinipur : মৃত্যু হচ্ছে একাধিক গবাদি পশুর। নষ্ট হচ্ছে ফসলের জমি। শিশুদেরকে বাড়ি থেকে বের করতেই ভয় পাচ্ছেন গ্রামের বাসিন্দারা। হাতির তাণ্ডবে অতিষ্ট গড়বেতা (Garbeta) এক নম্বর ব্লকের খড়কাটা এলাকার বাসিন্দারা। বন দফতরের ভূমিকা নিয়েও ক্ষিপ্ত এলাকাবাসী। প্রায় ৩০ থেকে ৪০ টি হাতির দল এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের। তবে এখনও পর্যন্ত বন দফতরের তরফে কোনওরকমে সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ তাঁদের। স্থানীয় সূত্রে খবর, গড়বেতা (Garbeta Block) এক নম্বর ব্লকের খড়কাটা এলাকায় হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাতভর এলাকায় ৩০ থেকে ৪০ টি হাতি দাপিয়ে বেড়ায় এলাকায়। একাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে পাঁচটি গরু। মাটির বাড়ি থেকে শুরু করে দেড়শ বিঘা জমি ফসল নষ্ট করেছে এই হাতির পাল। এমত অবস্থায় বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

রাউটার খারাপ! ১৫ দিন ধরে বন্ধ গড়বেতা পোস্ট অফিসের একাধিক পরিষেবা
সারা রাত্রি ধরে বন দফতরের সঙ্গে যোগাযোগ করার হলেও কোনওরকম সাহায্য পায়নি তাঁরা, অভিযোগ গ্রামবাসীদের। হাতির তাণ্ডবে ক্ষুব্ধ হয়ে রয়েছেন এলাকার মানুষজন। গ্রামবাসীরা জানিয়েছেন, ইতিমধ্যে তিনটি বাড়ি ভেঙেছে। দেড়শ বিঘে জমি ফসল নষ্ট করেছে এবং গবাদি পশুর মৃত্যু হয়েছে তা এই তাণ্ডবে। জঙ্গলমহল এলাকায় শীতের মরশুমে প্রত্যেক বছরই হাতি তাণ্ডব চালায়। ঘটনার খবর দেওয়া হয় গড়বেতা এক নম্বর ব্লকের বিডিও ও প্রশাসনিক আধিকারিকদের। বন দফতরের আধিকারিকরা এসে যাতে দ্রুত হাতির পালকে নিকটবর্তী জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করে সে ব্যাপারে আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Medinipur News: হাসপাতালের ফলস সিলিং ভেঙে আহত শিশু সহ ৭
বিগত কয়েক মাসে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur), ঝাড়গ্রাম (Jhargram) সহ একাধিক পশ্চিমের জেলায় হাতির তাণ্ডবের ছবি ধরা পড়েছে। গত অক্টোবর মাসেই ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের হাঁড়িভাঙ্গা এলাকায় চাষের জমিতে নেমে গিয়ে একদল হাতি তাণ্ডব শুরু করে। আচমকা হাতির দল ওই এলাকায় চলে আসায় গ্রামবাসীরা ব্যাপক ফসলের ক্ষতির আশঙ্কা করেন। গ্রামবাসীদের পক্ষ থেকে হাতির দলটিকে অন্যত্র পাঠানোর চেষ্টা করা হলেও হাতির দলটিকে ধান জমি থেকে সরানো সম্ভব হয়নি। পরে বিষয়টি বন দফতরকেও জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বনদফতরের কর্মীরা। বন দফতর এর পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার আবেদন জানানো হয়। সেই সঙ্গে ওই হাতির দলটিকে অন্যত্র তাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য বনদফতরের কর্মীরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *