ATM In Kolkata: ATM-এ কার্ড আটকে বিপত্তি, লাখ লাখ টাকা খোয়ালেন সরশুনার দেবব্রত – one person lost 3 lakh in axis bank atm as his card stuck


ATM-এই ওঁত পেতে বিপদ। টাকা তুলতে গিয়ে সঞ্চয়ের মোটা অংশ খোয়ালেন এক ব্যক্তি। বিষয়টি ঠিক কী? জেনে নিন

 

ATM In Kolkata
লাখ লাখ টাকা হারালেন দেবব্রত মাইতি

হাইলাইটস

  • মেয়ের জন্মদিনে ATM থেকে টাকা তুলতে গিয়েছিলেন সরশুনা থানার অন্তর্গত 127 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবব্রত মাইতি।
  • কিন্তু, এটিএম মেশিনে কার্ড আটকে প্রায় তিন লক্ষ টাকা খোয়ালেন তিনি।
  • শনিবার দেবব্রত মাইতির মেয়ের জন্মদিন ছিল এবং সেই অনুষ্ঠানের জন্য টাকা তুলতে গিয়েছিলেন শুক্রবার।
মেয়ের জন্মদিনে ATM থেকে টাকা তুলতে গিয়েছিলেন সরশুনা থানার অন্তর্গত ১২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবব্রত মাইতি। কিন্তু, এটিএম মেশিনে কার্ড আটকে প্রায় তিন লক্ষ টাকা খোয়ালেন তিনি। শনিবার দেবব্রত মাইতির মেয়ের জন্মদিন ছিল এবং সেই অনুষ্ঠানের জন্য টাকা তুলতে গিয়েছিলেন শুক্রবার। জানা গিয়েছে, বকুলতলার অ্যাক্সিস ব্যাঙ্ক ATM-এ তিনি টাকা তুলতে যান। কিন্তু, সেই সময়ই বিপত্তি। দেবব্রত মাইতি বলেন, “এটিএম কার্ড প্রবেশের পর পিন দেওয়ার সময় কোনওভাবে কার্ডটি আটকে যায় এবং এরপর কোনও কাজ অর্থাৎ টাকা তোলা বা তা কোনওভাবেই বার করা যাচ্ছিল না। ATM কার্ডটি পুরোপুরি মেশিনে প্রবেশ করে গিয়েছিল এবং তা কোনওভাবেই আর বার হচ্ছিল না। সেই সময় তিনি চৌরাস্তা এক্সিস ব্যাঙ্ক এ যান এবং এই সমস্যার কথা ম্যানেজারকে জানান। অভিযোগ করার সময় দেবব্রত মাইতির কাছে একটি মেসেজ আসে, গোয়ায় তাঁর অ্যাকাউন্ট থেকে ১১ বার ট্রানজাকশন করে এবং দুবার পারচেজ করে তিন লাখ টাকার কাছাকাছি তুলে নেওয়া হয়েছে।

Cyber Crime : মুখ্যমন্ত্রীর সচিবের নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল, Google Pay-তে টাকা চেয়ে গ্রেফতার যুবক
দেবব্রত মাইতি বলেন, “দীর্ঘ ২৫ বছর আমি এই ব্যাঙ্কের গ্রাহক। আমি পিন দেওয়ার পরেই বুঝতে পারি কোনও ট্রানজাকশন হচ্ছে না। আমার ভয় হচ্ছিল। কিছু একটা অশুভ বিষয় ঘটতে চলেছে বলে আমি মনে করছিলাম। ATM থেকে আমার ব্রাঞ্চ দশ মিনিট। আমি সেখানে দৌড়ে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলছিলাম। কিন্তু, এরই মধ্যে দেখতে পাই নয় বার আমার অ্যাকাউন্ট ব্যবহার করে দশ হাজার টাকা তোলা হয়েছে। পাশাপাশি আরও টাকা নয়ছয় হয়। ATM মেশিনে কার্ড আটকে যাওয়ার পর আমি একাধিকবার হেলপ লাইনে ফোন করেছিলাম। কেউ তোলেনি।”

Awas Yojana Helpline Number : আবাস যোজনা নিয়ে সমস্যা ? বনগাঁ-বারাসত-বসিরহাট-ব্যারাকপুরের বাসিন্দারা যোগাযোগ করুন এই নম্বরে
এদিকে লাখ লাখ টাকা হারিয়ে দিশেহারা ওই ব্যক্তি। তিনি জানান, ইতিমধ্যেই সরশুনা থানায় অভিযোগ জানিয়েছিলেন তিনি। সাইবার ক্রাইম লালবাজারেও বিষয়টি জানিয়েছেন তিনি। এই গোটা ঘটনায় কার্যত দিশেহারা তিনি। সাইবার ক্রাইমের ঘটনা সম্পর্কে তিনি ওয়াকিবহাল ছিলেন। কিন্তু, এই ধরনের কোনও ঘটনা তাঁর সঙ্গে ঘটে যেতে পারে সেই বিষয়ে তাঁর কোনও ধারণা ছিল না। তিনি বলেন, “আমার এখনও বিশ্বাস হচ্ছিল না। মেয়েটার জন্য উপহার কিনতে চেয়েছিলাম। ওর জন্মদিন ছিল। কিন্তু, এখনও আমি দিশেহারা। ওই টাকা আদৌ ফেরত পাব কিনা তা বুঝতে পারছি না।”

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *