Cyber Crime : মুখ্যমন্ত্রীর সচিবের নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল, Google Pay-তে টাকা চেয়ে গ্রেফতার যুবক – one arrested by bidhannagar cyber crime police for creating fake profile of ias office pb salim


West Bengal Local News: রাজ্যের এক শীর্ষ প্রশাসনিক কর্তার নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণার চেষ্টা। ওই IAS অফিসারের পরিবার, বন্ধুবান্ধব ও ছাত্রছাত্রীদের থেকে টাকা চাওয়ার অপরাধে উত্তর প্রদেশের এক বাসিন্দাকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ওএসডি (Officer on Special Duty) আইপিএস অফিসার পিবি সেলিমের নামে ওই ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়। ২০২১ সালের ৯ই সেপ্টেম্বর বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই আইএএস অফিসার। আইএএস অফিসার জানিয়েছিলেন, তাঁর নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো ফেসবুক প্রোফাইল খোলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তে নেমে উত্তর প্রদেশের বাসিন্দা বিলাল (২১) নামের এক যুবককে সল্টলেক থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাঁকে বিধাননগর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, আদালতে পেশ করে তাঁকে হেফাজতে চাওয়া হবে।

Rathin Ghosh : ‘ফুল না ভালবাসলে মানুষ না’, বিজেপিকে আক্রমণ রথীন ঘোষের
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবক বিলাল উত্তর প্রদেশের মথুরার বাসিন্দা। পিবি সেলিমের নাম ও ছবি ব্যবহার করে ওই ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়। সেখান থেকে ওই আইএএস অফিসারের পরিচিতদের ফোন নম্বর পাঠিয়ে UPI-র মাধ্যমে টাকা পাঠানোর কথা বলা হয়েছে। আইএএস অফিসারের তরফে লিখিত অভিযোগ পেয়ে সাইবার ক্রাইম থানার পুলিশ আধিকারিক শিশির নস্করের নেতৃত্বে তৈরি হয় তদন্তকারী দল। বেশ কয়েকমাসের অনুসন্ধানের পর বিলালের হদিশ পান পুলিশকর্মীরা। শুক্রবারই তাঁকে গ্রেফতার করা হয়ে।

Sovandeb Sougata : খড়দা থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা, এবার মুখ খুললেন শোভনদেব-সৌগত
গোটা ঘটনার কথা নিজেদের সোশ্যাল মিডিয় হ্যান্ডেলে শেয়ার করেছে বিধানননগর সিটি পুলিশ। ঘটনার কথা লেখার পাশাপাশি সাধারণ মানুষকে অনলাইন লেনেদের বিষয়ে সতর্কতার বার্তা দেওয়া হয়েছে। বিধানননগর পুলিশ লিখেছে, “অর্থ দাবি করে এমন কোনও অ্যাকাউন্টে বিশ্বাস করবেন না। কোনও কর্মকর্তা কখনও তা করেন না। পুলিশ এবং ফেসবুকের কাছে এই ধরনের অ্যাকাউন্টের রিপোর্ট করুন। একটি সাইবার অপরাধীকে রেহাই দেওয়া হবে না!!”

TMC vs BJP : পিকনিক সেলফিতে একফ্রেমে তৃণমূল বিধায়ক-BJP নেতা, বসিরহাটে শুরু রাজনৈতিক চাপানউতোর
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ওএসডি হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার পিবি সেলিম এই মুহূর্তে পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান পদে রয়েছেন। একজন আইএএস অফিসারের নাম ও ছবি ব্যবহার করে এই ধরনের প্রতারণার চেষ্টার ঘটনায় আমলা মহলের দুশ্চিন্তা বেড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *