Dilip Ghosh : ‘শহিদদের ভুলে রাজনৈতিক ইস্যু নিয়ে টানাটানি’, নন্দীগ্রাম ইস্যুতে উভয়পক্ষকে কটাক্ষ দিলীপের? – bjp leader and mp dilip ghosh slams both on nandigram martyrs day issue


West Bengal Local News: শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভূমি আন্দোলনের সময় নিহত তিন শহিদের মৃত্যুতে পৃথক সভার আয়োজন করেছিল তৃণমূল-বিজেপি। তৃণমূলের সভায় উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অন্যদিকে বিজেপি আয়োজিত সভায় নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী উপস্থিতি ছিলেন। সভা নিয়ে রাজনৈতিক লড়াইয়ের মধ্য কুণাল ঘোষ ও শুভেন্দু অধিকারীকে একইসারিতে রেখে কটাক্ষ করলেন বিজপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), তাঁর মন্তব্য শুনে অন্তত এমনটাই মত রাজনৈতিক মহলের। ইকোপার্কে প্রাতঃভ্রমণ সেরে দিলীপ বলেন, “যারা শহিদ হল তাদের কথা ভুলে গিয়ে সবাই নিজেদের কথা ভাবছে। শহিদ তো সারা বাংলায় আগে হয়েছে, এখনও হচ্ছে। পাড়ায়-পাড়ায় শহিদ দিবস পালন হওয়া উচিত। শহিদদের বদলে রাজনৈতিক ইস্যু নিয়ে টানাটানি হচ্ছে। কোনও একটা দিবস রাজনীতির ইস্যু হয়ে যায়। এটা আগেও হত এখনও হয়।” দিলীপের এই মন্তব্যের পর নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

Vande Bharat Express : বন্দে ভারত কাণ্ডে বিজেপির মুখ পুড়ল? মুখ খুললেন দিলীপ ঘোষ
যদিও এই প্রসঙ্গে দিলীপকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, “বিজেপি ও দিলীপবাবুর শহিদদের নিয়ে কথা বলার কোনও অধিকারই নেই। কারণে স্বাধীনতা সংগ্রাম বা পরবর্তী সময়ে কোনও আন্দোলনের ক্ষেত্রে বিজেপির কেউ কখনও শহিদ হয়নি। আত্মত্যাগের ব্যাপারে বিজেপির কুণ্ঠা রয়েছে, তাই এই নিয়ে কথা বলা মানায় না। নন্দীগ্রামে একটি দলের নেতৃত্বে আন্দোলন হয়েছিল। সেই দল থেকে শুভেন্দু বিচ্যুত হয়েছেন। সেক্ষেত্রে দিলীপবাবু অন্তত একটি কথা ঠিক বলেছেন যে শহিদদের সঙ্গে শুভেন্দুর কোনও যোগাযোগ নেই।”

Vande Bharat Express : ‘জয় শ্রীরামের বদলা পাথর দিয়ে হচ্ছে…’, বন্দে ভারতে হামলা নিয়ে মন্তব্য দিলীপের
সম্প্রতি ‘দিদির সুরক্ষা কর্মসূচি’-র ঘোষণা করেছে তৃণমূল। এই কর্মসূচিকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদির দূত’-রা বাড়ি বাড়ি গিয়ে দলের হয়ে প্রচার করবেন। সরকারি সুযোগ সুবিধার কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে। এই প্রসঙ্গে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন দিলীপ। তিনি বলেন, “দিল্লির দূত এখন তৃণমূল নেতাদের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে। সেই ভয়ে তৃণমূল কাঁপছে। রাজ্যবাসী শীতে কাঁপছে। তৃণমূল সিবিআইয়ের ভয়ে কাঁপছে। ওরা যে দিদির সুরক্ষা কবচ আনছে, ওটা ওদের নেতাদের লাগবে।”

Stones Pelted at Vande Bharat Express : ‘বাংলা কাশ্মীর হয়ে যাচ্ছে’, বন্দে ভারত এক্সপ্রেসে হামলা প্রসঙ্গে সুর চড়ালেন দিলীপ
কুণাল বিরোধী দলের নেতা, তাঁকে দিলীপবাবুর কটাক্ষ করাই স্বাভাবিক। কিন্তু, আজ আরও একবার কুণালের সঙ্গে শুভেন্দুকে এক যোগে রেখে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। ডিসেম্বের একের পর এক তারিখের কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু। সেই নিয়ে নাম না করে তাঁকে কটাক্ষ করেছিলেন দিলীপ। পালটা কটাক্ষের জবাব দিয়েছিলেন শুভেন্দু। আজ আরও একবার শুভেন্দুকে কটাক্ষের পিছনের কারণ এখনও স্পষ্ট নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *