Liver Transplant : প্রথম সফল লিভার প্রতিস্থাপন সোনারপুরে, নজির গড়ল IILDS – sonarpur iilds doing successful liver transplant


সোনারপুরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস-এ এই প্রথম সফলভাবে লিভার প্রতিস্থাপন করা হল।

 

Liver Transplant
সোনারপুরের IILDS-এ সফল লিভার প্রতিস্থাপন

হাইলাইটস

  • সোনারপুরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস-এ এই প্রথম সফলভাবে লিভার প্রতিস্থাপন করা হল।
  • 2022 সালের 18 ই মে লাটাগুড়ির বাসিন্দা সুজয় দেবের লিভার প্রতিস্থাপন হয়।
  • তাঁর স্ত্রী সুস্মিতা দেব ছিলেন ডোনার।
South 24 Parganas News : সোনারপুরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস-এ (IILDS) এই প্রথম সফলভাবে লিভার প্রতিস্থাপন (Liver Transplant) করা হল। ২০২২ সালের ১৮ই মে লাটাগুড়ির বাসিন্দা সুজয় দেবের লিভার প্রতিস্থাপন (Liver Transplant) হয়। তার স্ত্রী সুস্মিতা দেব ছিলেন ডোনার। দুজনেই ভালো ও সুস্থ আছেন। লাটাগুড়িরই আরেক বাসিন্দা নকুল দেবের লিভার প্রতিস্থাপন হয় ২০২২ সালের ২২ শে ডিসেম্বর। চিকিৎসক (Doctor) বরুন নাথ, সুপর্না পাল, কল্যান বোস, অশোকানন্দ কোঙার, শৌভিক মিত্র, দীপঙ্কর মন্ডল, অরিজিত সামন্ত, তাপস ঘোষ, অনুসুয়া বন্দোপাধ্যায়ের একটি টিম এই অপারেশন দুটি করেন। এই বিষয়ে IILDS-এর এক্সিকিউটিভ ডিরেক্টর (Executive Director) পার্থ সারথি মুখার্জী বলেন, “এটি একটি জটিল অস্ত্রোপচার। লিভার প্রতিস্থাপন করার আগে অনেকগুলি বিষয় মাথায় রাখতে হয়। প্রথমত যিনি ডোনার তাঁর বয়স হতে হয় ২০ থেকে ৫৫’র মধ্যে। সেই সঙ্গে দেখতে হয় যে তাঁর কোনও শারীরিক সমস্যা আছে কিনা, আর থাকলেও তাতে যদি তিনি লিভার দান করেন, তাহলে লিভার প্রাপকের কোনও শারীরিক ক্ষতি হবে কিনা। দ্বিতীয়ত, একই রক্তের গ্রুপ হওয়া প্রয়োজন”।

Liver Transplant In kolkata : দাতা দিদি, তরুণীর লিভার প্রতিস্থাপনের অনুমোদন মাত্র ১২ ঘণ্টায়
তিনি আরও বলেন, “আজকাল অনেক জায়গায় আলাদা রক্তের গ্রুপেও লিভার প্রতিস্থাপন করা হচ্ছে, কিন্তু একই রক্তের গ্রুপ হওয়াটাই বাঞ্ছনীয়”। IILDS-এর ডাক্তারদের মতে, এই বিষয়ে আরও সচেতনতার প্রয়োজন। মানুষ সচেতন হলে আরও বেশী করে ডোনার পাওয়া যাবে বলে জানান তাঁরা। এর ফলে অনেকের জীবন সুস্থ হয়ে উঠবে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কম খরচে এখানে সফল অঙ্গপ্রতিস্থাপন হচ্ছে। ডোনার সুস্মিতা দেব বলেন, “লিভার প্রতিস্থাপনে হাসপাতাল অনেক সাহায্য করেছে। দান করার পরে আমার কোনও অসুবিধে হয়নি। স্বাভাবিক জীবনযাপন করছি। স্বামীর জন্য এটুকু করতে পেরে ভীষণ ভালো লাগছে”।

Sayan Ghosh : বোনম্যারো ট্রান্সপ্লান্ট সফল, কেমন আছেন সায়নের বোন?
লিভার প্রাপক সুজয় দেব জানান, এই হাসপাতালে লিভার প্রতিস্থাপনের পর তিনি সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করছেন। তাঁর কোনও শারীরিক সমস্যা এখনও পর্যন্ত বুঝতে পারেননি তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ এবং তাঁর স্ত্রী’র জন্য যে তিনি নতুন জীবন পেয়েছেন, একথা জানাতে ভোলেননি সুজয় বাবু। তার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ জানান। উল্লেখ্য, লিভার প্রতিস্থাপন থেকে শুরু করে অন্যান্য জটিল অস্ত্রোপচারের জন্য রাজ্যের মানুষ সাধারণত ভিনরাজ্য বিশেষ করে দক্ষিন ভারতের রাজ্যে যাওয়াই প্রথম পছন্দ বলে মনে করেন। এই জায়গাতেই সফল ভাবে অঙ্গ প্রতিস্থাপন করে IILDS রাজ্যের চিকিৎসা ব্যবস্থায় ছাপ রাখতে শুরু করেছে বলে মনে করছেন রাজ্যের চিকিৎসকমহল।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *