Measles Vaccine : প্রস্তুতি চূড়ান্ত, হাম-রোধে টিকা অভিযান শুরু সোমে – measles vaccination drive will start on monday


বাংলার প্রায় ২ কোটি ৩০ লক্ষ শিশুর জন্যে আগামী সোমবার থেকে হাম-রোধে টিকা অভিযান শুরু।

 

measles Rubella.
হাম-রোধে টিকা অভিযান শুরু সোমে

হাইলাইটস

  • হামে আক্রান্ত হওয়ার ঘটনা বেড়ে গিয়েছে গত কয়েক বছরে।
  • করোনাকালে অনেকেই নিতে পারেনি টিকা।
  • তাই 9 মাস থেকে 15 বছর বয়সিদের জন্য হাম বা মিজ়লসের টিকাকরণে বিশেষ অভিযানে নামছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।
এই সময়: হামে আক্রান্ত হওয়ার ঘটনা বেড়ে গিয়েছে গত কয়েক বছরে। এ দিকে করোনাকালে অনেকেই নিতে পারেনি টিকা। এ বার তাই ৯ মাস থেকে ১৫ বছর বয়সিদের জন্য হাম বা মিজ়লসের টিকাকরণে বিশেষ অভিযানে নামছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। বাংলার প্রায় ২ কোটি ৩০ লক্ষ শিশুর জন্যে আগামী সোমবার থেকে এই কর্মসূচি চালু হবে স্কুলে-স্কুলে। পরবর্তী ধাপে হবে পাড়ায়-পাড়ায়। টিকা মিলবে সরকারি সব স্বাস্থ্য প্রতিষ্ঠানেও। অভিযান চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। সঙ্গে দেওয়া হবে রুবেলার টিকাও। কেননা, মিজ়লস-রুবেলা (এমআর) ভ্যাকসিন মেলে একত্রেই। সরকারি স্তরে সাধারণত এমআর ভ্যাকসিন শিশুকে দেওয়া হয় দু’টি ডোজ়ে–৯ মাসে আর ১৬ মাসে। বেসরকারি ক্ষেত্রে এমএমআর (মাম্পস-মিজ়লস-রুবেলা) ভ্যাকসিন দেওয়া হয় ৯ মাস, ১৫ মাস ও ৫ বছর বয়সে। কিন্তু হামের প্রকোপ লকডাউন-পরবর্তী সময়ে অনেকটা বেড়ে যাওয়ায় এখন ঠিক হয়েছে, সূচি মেনে ওই দু’টি বা তিনটি ডোজ় পড়ুক বা না-পড়ুক, ৯ মাস থেকে ১৫ বছর বয়সি সব শিশুকে অভিযান চলাকালীন একটি অতিরিক্ত ডোজ় দেওয়া হবে এমআর ভ্যাকসিনের। স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন, ‘অভিযানের আওতায় ওই নির্দিষ্ট বয়সের ১০০% শিশুকেই রাখা হচ্ছে।’

Purba Medinipur : করোনার পর বাড়ছে হাম-রুবেলা, টিকাকরণে জোর দিতে বিশেষ অভিযান রাজ্যে
অভিযান শুরুর আগে বৃহস্পতিবার স্বাস্থ্যভবনে বৈঠকে স্থির হয়েছে, অভিযানের প্রথম পর্যায়ে ৯ জানুয়ারি থেকে তিন সপ্তাহ শুধুমাত্র স্কুলে-স্কুলে দেওয়া হবে টিকা। এর জন্যে জেলাস্তরে সব স্কুল কর্তৃপক্ষের সঙ্গে মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা যোগাযোগ রেখেছেন। বাদ থাকছে না বেসরকারি স্কুলও। আর যে সব শিশু এখনও স্কুলে ভর্তি হয়নি কিংবা যারা স্কুলছুট, তাদের এমআর ভ্যাকসিন দেওয়া হবে চতুর্থ সপ্তাহে। সেই টিকাকরণের কাজ বাড়ি-বাড়ি ঘুরে করবেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। এক মাস ধরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে ব্লক ও গ্রামীণ হাসপাতাল, মহকুমা ও জেলা হাসপাতাল এবং মেডিক্যাল কলেজ–সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানেই ভ্যাকসিন মজুত থাকবে। টিকা নিতে এসে যাতে কাউকে ফিরতে না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Nabanna : স্বাস্থ্যের নিয়োগে বাদ নেতা-মন্ত্রীরা
২০১৩-য় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সব রাজ্যকে উদ্যোগী হতে বলেছিল যাতে ২০৩০-এর মধ্যে হামকে শূন্যে নামানো যায়। সেই লক্ষ্যে ধারাবাহিক উন্নতিও হচ্ছিল। ২০০৯-এ যেখানে বাংলার হাজার ছয়েক শিশু আক্রান্ত হতো ও তাদের মধ্যে শতাধিক শিশু মারা যেত, সেটা ২০১৭-য় ৩৯১০ আক্রান্ত এবং ১৮ জন মৃতে নেমে আসে। ২০১৮-য় আক্রান্ত (৪৮৮৬) কিছু বাড়লেও মৃত্যুর সংখ্যা (৮) কমে। কিন্তু ২০২০, ২০২১ ও ২০২২-এ হামে আক্রান্তের তথ্যে অবনতি হয়ে ৬ হাজার টপকেছে। এবং তা দেশের মধ্যে সর্বোচ্চ। তাই হাম প্রতিরোধে মরিয়া রাজ্য।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *