বাংলার প্রায় ২ কোটি ৩০ লক্ষ শিশুর জন্যে আগামী সোমবার থেকে হাম-রোধে টিকা অভিযান শুরু।

হাইলাইটস
- হামে আক্রান্ত হওয়ার ঘটনা বেড়ে গিয়েছে গত কয়েক বছরে।
- করোনাকালে অনেকেই নিতে পারেনি টিকা।
- তাই 9 মাস থেকে 15 বছর বয়সিদের জন্য হাম বা মিজ়লসের টিকাকরণে বিশেষ অভিযানে নামছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।
অভিযান শুরুর আগে বৃহস্পতিবার স্বাস্থ্যভবনে বৈঠকে স্থির হয়েছে, অভিযানের প্রথম পর্যায়ে ৯ জানুয়ারি থেকে তিন সপ্তাহ শুধুমাত্র স্কুলে-স্কুলে দেওয়া হবে টিকা। এর জন্যে জেলাস্তরে সব স্কুল কর্তৃপক্ষের সঙ্গে মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা যোগাযোগ রেখেছেন। বাদ থাকছে না বেসরকারি স্কুলও। আর যে সব শিশু এখনও স্কুলে ভর্তি হয়নি কিংবা যারা স্কুলছুট, তাদের এমআর ভ্যাকসিন দেওয়া হবে চতুর্থ সপ্তাহে। সেই টিকাকরণের কাজ বাড়ি-বাড়ি ঘুরে করবেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। এক মাস ধরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে ব্লক ও গ্রামীণ হাসপাতাল, মহকুমা ও জেলা হাসপাতাল এবং মেডিক্যাল কলেজ–সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানেই ভ্যাকসিন মজুত থাকবে। টিকা নিতে এসে যাতে কাউকে ফিরতে না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৩-য় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সব রাজ্যকে উদ্যোগী হতে বলেছিল যাতে ২০৩০-এর মধ্যে হামকে শূন্যে নামানো যায়। সেই লক্ষ্যে ধারাবাহিক উন্নতিও হচ্ছিল। ২০০৯-এ যেখানে বাংলার হাজার ছয়েক শিশু আক্রান্ত হতো ও তাদের মধ্যে শতাধিক শিশু মারা যেত, সেটা ২০১৭-য় ৩৯১০ আক্রান্ত এবং ১৮ জন মৃতে নেমে আসে। ২০১৮-য় আক্রান্ত (৪৮৮৬) কিছু বাড়লেও মৃত্যুর সংখ্যা (৮) কমে। কিন্তু ২০২০, ২০২১ ও ২০২২-এ হামে আক্রান্তের তথ্যে অবনতি হয়ে ৬ হাজার টপকেছে। এবং তা দেশের মধ্যে সর্বোচ্চ। তাই হাম প্রতিরোধে মরিয়া রাজ্য।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
