সম্প্রতি শুরু হওয়া বাংলা টেলিভিশন সিরিয়াল নীম ফুলের মধু তে নেগেটিভ রোল প্লে করছেন নবনীতা মালাকার (Nabanita Malakar)। তাঁরই সাথে জমাটি আড্ডা হল। আড্ডার প্রথম পর্বের পর এই দ্বিতীয় পর্বেও অনেক সিক্রেট ফাঁস করলেন অভিনেত্রী। জীবনে কীসের ভয় নীম ফুলের মধুর তিন্নির? জানালেন সেও। অভিনেতা সায়কের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও খোলসা করলেন তিনি। দেখুন সেই ভিডিয়ো (Bengali Video)।