বিরোধীরা মেলা খেলা নিয়ে রাজ্য সরকারকে যে কটাক্ষ করেন, সেই বিষয়ে মন্ত্রী বলেন, “আসলে মাননীয়া মুখ্যমন্ত্রী মনে করেন যেমন রাস্তাঘাটের দরকার আছে, নিকাশি ব্যবস্থার দরকার আছে, তেমন মানুষের মানবিক পরিবর্তনের জন্যেই এই ধরনের অনুষ্ঠানের দরকার আছে। আমরা কোভিডে প্রায় দু’বছর ধরে একটা যন্ত্রণার মধ্যে ছিলাম। তার মধ্যে যে মানুষ একটা উন্মুক্ত হাওয়ায় আসবার সুযোগ পাচ্ছে, সেইজন্য মাননিয়ার এই উদ্যোগকে সবার ধন্যবাদ জানানো উচিত”।
রথীন বাবু (Minister rathin Ghosh) আরও বলেন, “যারা মেলা খেলা বলে ব্যঙ্গ করেন তারা সঠিক ভাবে বলেন না, তাদের সময়েও অর্থ ছিল, ব্যবস্থা ছিল। কিন্তু তাঁরা করেননি। এখন না করার যন্ত্রণা থেকে এসব কথা বলেন”। গত দু’বছর করোনার কারণে বন্ধ ছিল নব ব্যারাকপুর পুষ্প মেলা। শুক্রবার সন্ধ্যায় ২৬তম এই পুষ্প মেলার উদ্বোধন হল। ফিতে কেটে মেলার শুভ উদ্বোধন করেন দমদমের সাংসদ অধ্যাপক সৌগত রায় (Sougata Roy)। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রথীন ঘোষ, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) সহ বিশিষ্টজনেরা। উদ্বোধনের পরে মেলা চত্ত্বর ঘুরে দেখেন সাংসদ থেকে মন্ত্রী সকলেই। আগামী কয়েকটা দিন পুষ্প প্রদর্শনীর পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে বলিউড থেকে টলিউডের নানান সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করতে আসবেন।
নব ব্যারাকপুর পুরসভার (New barrackpore Municipality) পুর প্রধান প্রবীর সাহা জানান, ২৬তম পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। এই মেলায় যত ফুল প্রদর্শিত হচ্ছে, তার অধিকাংশই নব ব্যারাকপুর পুরসভা এলাকার ফুল এবং বেশ কিছু পুরসভা তৈরি করেছে। তিনি এও জানান, নানান ফুল থেকে ফল, এবং একই সঙ্গে বনসাই এবং সবজি দেখা যাবে পুষ্প প্রদর্শনীতে।