শনিবার রাত মানেই বলি তারকাদের ফুল অন পার্টি নাইট। কিন্তু সেই আমুদে ঢেউয়ে গা ভাসানোর আগে খানিক ঘাম ঝরিয়ে নেওয়াই প্রেফার করলেন বলিউডের দুই হ্যান্ডসাম হাঙ্ক সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi) এবং ইব্রাহিম আলি খান। প্রথমজন ইতিমধ্যেই বক্স অফিসে কামাল দেখিয়েছেন, অন্যজন ধীরে ধীরে তৈরি করছেন নিজেকে। জিমের বাইরে দুই সেলেব আমাদের লেন্সবন্দি হলেন।