কলকাতার তাপমাত্রা কত (Kolkata Temperature Today)?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা শহরের তাপমাত্রা সামান্য বাড়লেও পুরোদস্তুর শীতের আমেজ বজায় রয়েছে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। যদিও এই তাপমাত্রা এই সময়ের স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রাও সামান্য বেড়ে দাঁড়িয়েছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম।
কতদিন থাকবে হাড়কাঁপুনি ঠান্ডা?
হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত শীতের স্পেল চলবে আরও সাতদিন। কনকনে ঠান্ডা থাকবে জেলায় জেলায়। পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথাও শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। উত্তরবঙ্গের দু’একটি জেলায় ঘন কুয়াশা হতে পারে। বাকি জেলায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। পরে পরিষ্কার হবে আকাশ। অবাধে উত্তুরে হওয়া প্রবেশ করছে বঙ্গে। ফলে দাপিয়ে ব্যাট চালাচ্ছে শীত।
কোন কোন রাজ্যে তুষারপাত (Snowfall)?
শনিবার পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা। আগামী ১০ই জানুয়ারি দু’টি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে থাকবে। এর প্রভাবে শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দেশের কিছু রাজ্যে। একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত। শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে জম্মু-কাশ্মীর, পঞ্জাব, হরিয়ানা, হিমাচলপ্রদেশে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশের কিছু অংশেও। রাজস্থানের কোথাও কোথাও চরম শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। এছাড়াও গ্রাউন্ড ফ্রস্ট হতে পারে রাজস্থানের বেশ কিছু এলাকায়।
সত্যিই কি কখনও বরফ পড়তে পারে কলকাতায় (Snowfall In Kolkata)? সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক এডিটেড ছবি দেখে কৌতুহলী শীতপ্রেমীরা। আবহাওয়াবিদ ড. সুজীব কর বলেন, “কলকাতায় বরফ না পড়ার কোনও কারণ নেই। আমরা বিশ্ব উষ্ণায়নের (Global Warming) চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছি। এবার আমরা গ্লোবাল কুলিংয়ের দিকে যাচ্ছি। আজ থেকে বহু বহু বছর আগে ভারতের তামিলনাড়ু পর্যন্ত বরফাবৃত হয়েছিল। শেষ পর্যন্ত কিন্তু শীতের প্রবণতাই বাড়বে। ফলে বিশ্ব উষ্ণায়ন (Global Warming) যেদিকে যাচ্ছে, তাতে এডিটেড ছবিতে যা দেখা যাচ্ছে, তা অদূর ভবিষ্যতে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। আগামী ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে কলকাতায়।”