সাত বছরের শিশুকে কুল দেওয়ার নাম করে ধর্ষণ করার অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে।

হাইলাইটস
- সাত বছরের শিশুকে কুল দেওয়ার নাম করে ধর্ষণ করার অভিযোগ উঠল পাড়ারই এক নাবালকের বিরুদ্ধে।
- পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার এগারোটা নাগাদ বাড়ির পাশে শিশুটি তাঁর দুই বাল্যবন্ধুর সঙ্গে খেলা করছিল।
- সেই সময় অভিযুক্ত সঙ্গী দুই বাচ্চাকে তাড়িয়ে দিয়ে শিশুকে কুল দেওয়ার নাম করে পাশের মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ঘটনার কথা বলতে গিয়ে আক্রান্ত শিশুটির মা বলেন, “আমরা এই বিষয়ে কিছুই জানতাম না। হঠাৎ দেখি আমার মেয়ের দুই বন্ধু ওকে বাড়িতে নিয়ে এল। আসার পরে সব ঘটনা খুলে বলে। তারপর আমরা থানায় আসার ব্যাপারে মনস্থির করি। আমার মেয়ে এখন স্বাভাবিক অবস্থায় নেই, আতঙ্কের মধ্যে রয়েছে। থানায় সব কাজকর্ম শেষ করার পরে ওকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। মেয়েকে সুস্থ করে তুলতে হবে”। দোষী নাবালকের উপযুক্ত শাস্তি দাবি করেছেন আক্রান্ত শিশুটির মা।
আক্রান্ত শিশুটির এক বন্ধু জানায়, “আমরা যখন খেলছিলাম তখন ওই ছেলেটি আসে এবং আমাদের দুজনকে ধমক দিয়ে ওখান থেকে সরিয়ে দেয়। আমাদের বন্ধুকে কুল খাওয়ানোর বাহানায় পাশের মাঠে নিয়ে যায়। আমরাও ওদের পিছন পিছন মাঠের দিকে যাই। গিয়ে দেখি ছেলেটি আমাদের বন্ধুর সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করছে। আমরা তখন চিৎকার শুরু করলে ছেলেটি ওখান থেকে পালিয়ে যায়। আমরাই তখন আমাদের বন্ধুকে ওর বাড়িতে নিয়ে গিয়ে সব কথা খুলে বলি”। ঘটনাচক্রে দিন দিন নাবালকদের মধ্যে ধর্ষণের প্রবণতা বাড়ার ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। কিছুদিন আগেই মুর্শিদাবাদের সামসেরগঞ্জে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তারই প্রতিবেশী নাবালকের বিরুদ্ধে। অভিযোগ, ওই ছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালায় অভিযুক্ত নাবালক।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ