কোচবিহারে পৃথক রাজ্য নাকি কেন্দ্রশাসিত অঞ্চল, এবার স্পষ্ট করলেন অনন্ত মহারাজ


নারায়ণ সিংহ রায়: লোকসভার আগেই পৃথক কোচবিহার রাজ্যের কথা জোর দিয়ে বলেছিলেন গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজ। শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে নেমেই তিনি ওই দাবি করেন। এবার একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন গ্রেটার নেতা। রবিবার নকশালবাড়িতে অনন্ত মহারাজ বলেন, কোচবিহার কেন্দ্র শাসিত অঞ্চল হবে। 

আরও পড়ুন-লোকসভার আগেই পৃথক কোচবিহার রাজ্য! চাঞ্চল্যকর দাবি অনন্ত মহারাজের

রবিবার নকশালবাড়ির লালজি জোতে মেচি নদীর পাড়ে একটি পিকনিকে যোগ দেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন প্রধান নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। এদিনে গ্রেটার কোচবিবার কর্মীরা তাঁকে স্বাগত জানানোর পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজনে আপ্যায়ন করেন। 

ওই অনুষ্ঠানের পর সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, শিলিগুড়িতে প্রধানমন্ত্রী আসছেন, আপনি কি দেখা করবেন? অনন্ত মহারাজ বলেন,প্রধানমন্ত্রী আসলে আমাদের হয়তো ডাকতে পারেন।  

এগিকে,পৃথক রাজ্য নিয়ে অনন্ত মহারাজ বলেন, রাজ্য সরকার তো যে স্টেটমেন্ট দেওয়ার দিয়েছে। পৃথক রাজ্য নয় কেন্দ্র শাসিত অঞ্চল হবে। এনিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এটাই আমরা চেয়েছি।

উল্লেখ্য, সবসময় পৃথক কোচবিহার রাজ্যের ব্যাপারে সওয়াল করেছেন অনন্ত মহারাজ। গতবছর শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের পাশাপাশি আলিপুরদুয়ারের এক অনুষ্ঠানে পৃথক কোচবিহার রাজ্যের দাবি তোলেন অনন্ত মহারাজ। এদিন অনন্ত মহারাজ বলেন, পৃথক কোচবিহারের দাবি নিয়ে তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী খুব শীঘ্রই তাঁকে ডাকবেন বলে জানিয়েছেন। আশাকরছি, লোকসভা নির্বাচনের আগেই কোচবিহারকে পৃথক রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হতে পারে। কেন্দ্রে যে সরকার ক্ষমতায় থাকবে তাকেই আমরা সমর্থন করব।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *