Asansol Coal Mines Area : আসানসোলের খনিতে ধস, একাধিক মানুষের আটকে পড়ার আশঙ্কা, আতঙ্ক – asansol kulti many people reported trapped into a coal mine


বন্ধ থাকা খোলামুখ খনিতে ধসের ঘটনায় বেশ কয়েকজনের চাপা পড়ার খবরে চাঞ্চল্য ছড়াল কুলটির (Kulti)বড়িরা এলাকায়। এই এলাকাতেই বিসিসিএলের (BCCL) দামাগড়িয়ার খোলা মুখ খনির হাজলা পিট রয়েছে। রবিবার সকলে সেখানে ধস নামে বলে সূত্রের খবর। যদিও খনি এলাকায় কয়লা চুরির অভিযোগ উঠেছে। স্থানীয় BJP নেতা তথা কাউন্সিলর লালন মেহারার অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই বন্ধ খনিতে সুরঙ্গ করে কয়লা উত্তোলনের চেষ্টা করছে স্থানীয় কিছু মানুষ। তিনি তৃণমূলকেও নিশানা করেছেন। রবিবার সেখানে ধস নামে এবং কিছু জনের আটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এই ঘটনার সত্যতা এখনও জানা যায়নি। কারণ স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে কেউ এই বিষয়ে সামনে আসেননি বা কারও নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়েও তাঁদের তরফে কোনও অভিযোগ তোলা হয়নি। অন্যদিকে, BJP-র তরফে অবশ্য কয়লা পাচারের অভিযোগ তোলা হচ্ছে। যদিও খনিতে ধসের কারণে আদৌ কোনও মানুষ আটকে রয়েছে কিনা তা স্পষ্ট নয়।

Dear Lottery Result Today : ৩০ টাকাতেই কোটিপতি, স্বপ্নপূরণ আসানসোলের পরিচারিকা পুতুল হাঁড়ির
অন্যদিকে, কয়লা চুরির যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। খনি থেকে কয়লা চুরি রোধ করা বিসিসিএল এবং সিআইএসএফের কাজ বলে দাবি করেছে তাঁরা। কয়লাচুরির ঘটনায় রাজনৈতিক কারণে তৃণমূলকে টেনে আনা হচ্ছে বলে দাবি তাঁদের। এই যাবতীয় অভিযোগ আদতে ‘BJP-র প্রলাপ’ বলে দাবি করেছেন তাঁরা। যদিও বিসিসিএল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি। এদিকে খাতায় কলমে খনিতে কেউ আটকে থাকার বিষয়ে অভিযোগ না ওঠায় এখনও পর্যন্ত কোনও উদ্ধারকাজ শুরু হয়নি।

Fake Lottery Ticket: লটারির টিকিটও ভুয়ো! ফাঁস হল গোটা চক্রের কেলেঙ্কারি, পুলিশের জালে ১২
অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধে ওঠা কয়লা চুরি নিয়ে BJP-র অভিযোগ প্রসঙ্গে কুলটির যুব তৃণমূলের সভাপতি বিমান দত্ত বলেন, ” BJP পাগল। এটা পাগলের মতো অভিযোগ আনছে। ভিত্তিহীন অভিযোগ। পঞ্চায়েত ভোটের আগে অপপ্রচার করা হচ্ছে। আগে BJP-র নিজের ঘরের দিকে নজর দেওয়া উচিৎ। কুৎসা করার চেষ্টা করা হচ্ছে, তৃণমূলকে বদনাম করার চেষ্টা হচ্ছে।” এই প্রসঙ্গে বিসিসিএল আধিকারিক দেবাশিস ঘোষকে প্রশ্ন করা হলে তিনি অবশ্য কোনও মন্তব্য করতে চাননি। ভেতরে সত্যি কি কেউ আটকে রয়েছে? এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ আমি এই বিষয়ে কিছু বলতে পারব না।”

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *