অন্যদিকে, কয়লা চুরির যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। খনি থেকে কয়লা চুরি রোধ করা বিসিসিএল এবং সিআইএসএফের কাজ বলে দাবি করেছে তাঁরা। কয়লাচুরির ঘটনায় রাজনৈতিক কারণে তৃণমূলকে টেনে আনা হচ্ছে বলে দাবি তাঁদের। এই যাবতীয় অভিযোগ আদতে ‘BJP-র প্রলাপ’ বলে দাবি করেছেন তাঁরা। যদিও বিসিসিএল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি। এদিকে খাতায় কলমে খনিতে কেউ আটকে থাকার বিষয়ে অভিযোগ না ওঠায় এখনও পর্যন্ত কোনও উদ্ধারকাজ শুরু হয়নি।
অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধে ওঠা কয়লা চুরি নিয়ে BJP-র অভিযোগ প্রসঙ্গে কুলটির যুব তৃণমূলের সভাপতি বিমান দত্ত বলেন, ” BJP পাগল। এটা পাগলের মতো অভিযোগ আনছে। ভিত্তিহীন অভিযোগ। পঞ্চায়েত ভোটের আগে অপপ্রচার করা হচ্ছে। আগে BJP-র নিজের ঘরের দিকে নজর দেওয়া উচিৎ। কুৎসা করার চেষ্টা করা হচ্ছে, তৃণমূলকে বদনাম করার চেষ্টা হচ্ছে।” এই প্রসঙ্গে বিসিসিএল আধিকারিক দেবাশিস ঘোষকে প্রশ্ন করা হলে তিনি অবশ্য কোনও মন্তব্য করতে চাননি। ভেতরে সত্যি কি কেউ আটকে রয়েছে? এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ আমি এই বিষয়ে কিছু বলতে পারব না।”
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।
