শীতকাল তারপরে আবার রবিবার, ছুটির মেজাজে নবাব পরিবার (Nawab Family)। তৈমুরকে সঙ্গে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে দেখা গেল করিনা (Kareena Kapoor) এবং সইফকে (Saif Ali Khan)। তাঁদের সঙ্গেই দেখা গেল করিশ্মাকেও। তবে জেহকে কে দেখা গেল না তাঁদের সঙ্গে। দেখুন সেই ভিডিয়ো।