Hooghly News : রাস্তা সংস্কারের পরই উঠে যাচ্ছে পিচের আস্তরণ, প্রতিবাদে অবরোধ শ্রীরামপুরে – bjp workers protest for bad condition of road at serampore


West Bengal News : প্রায় দু’বছর পর হচ্ছে রাস্তা সংস্কার। পিচের রাস্তা তৈরির পরেই দেখা যাচ্ছে হাত দিয়ে টানলে উঠে চলে আসছে পিচের আস্তরণ। নিম্ন মানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে রাস্তা এই অভিযোগে শ্রীরামপুর (Serampore) চন্ডীতলা রোডে শ্রীরামপুর পিয়ারাপুরের বেলু মিল্কি এলাকায় BJP-র অবরোধ। অতিরিক্ত যান চলাচলের কারণেই পিচের আস্তরণ উঠে গিয়েছে বলে দাবি স্থানীয় TMC নেতৃত্বের। পূর্ত দফতরকে বলে শীঘ্রই রাস্তার কাজ করে দেওয়া হবে বলে জানানো হয়।

Malda News : দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, সংস্কারের দাবিতে ভোট বয়কটের ডাক মানিকচকে
স্থানীয় সূত্রে খবর, শ্রীরামপুর পিয়ারাপুর থেকে বড়া বারুইপাড়া হয়ে চন্ডীতলা যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ। সম্প্রতি রাস্তা সংস্কার শুরু হয়। পুরনো রাস্তার খানা-খন্দ ভরাট করে পিচের চাদর পাতার কাজ শুরু হয়। আজ, রবিবার বেলু মিল্কি এলাকার বাসিন্দারা দেখেন রাস্তা থেকে পিচ উঠে যাচ্ছে। হাত দিয়ে টান দিলেই পিচের চাঙর উঠে আসছে রাস্তা থেকে। স্থানীয় BJP কর্মীরা এরপর রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

Howrah To Tarakeswar Local Train: হাওড়া-তারকেশ্বর ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত, ভোগান্তিতে যাত্রীরা
BJP-র শ্রীরামপুর মণ্ডল-এর সহ-সভাপতি অরুণ দাস জানান, ২৬ কোটি টাকা খরচ করে এই রাস্তা তৈরি হয়েছিল। সেই রাস্তা ভেঙে যায়। গত কয়েকদিন ধরে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। দেখা যায়, পিচ হাতে চলে আসছে। তিনি বলেন, “পিচের রাস্তার আস্তরণ উঠে গিয়েছে। যেখানে চিপিং করার কথা ছিল সেগুলো প্লেন করে রাখা হয়েছে। ফলে দূর্ঘটনা বাড়তে পারে। আমরা চাই রাস্তার মান ভালো হোক।মানুষের জন্য রাস্তা হোক।”

ATM Fraud: মাসিক আয় ১৮ লাখ টাকা! বিলাসবহুল গাড়ি মালিক ভুয়ো সংবাদকর্মীর অভিনব প্রতারণার কায়দা ফাঁস
তবে খারাপ সরঞ্জাম দিয়ে কাজের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। হুগলি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম গুইন বলেন, বড়া থেকে শ্রমজীবী পর্যন্ত যে রাস্তাটি যাচ্ছে সেই রাস্তা সংস্কারের কাজ চলছে। সেখানে BJP-র চার পাঁচ জন ক্ষোভ বিক্ষোভ দেখায়। এই রাস্তাটি ব্যস্ততম রাস্তা। পিচের কাজ বা সংস্কারের কাজ হলে সেই রাস্তাকে কিছুক্ষণের জন্য পিচটাকে জমতে দিতে হয়। তিনি বলেন, “অতিরিক্ত যান চলাচলের ফলে রাস্তা পিচ জমছে না। পিচ ডেলে পাথর ফেলার পরেই গাড়ি যাচ্ছে এর কারণেই পিচের আস্তরণ উঠে যাচ্ছে। PWD আধিকারিককে বলেছি ঠিক ভাবে কাজ করতে হবে। রাস্তাঘাট করে কাজ করলে আশা রাখি ঠিকঠাক কাজ হবে।” তবে গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভালোভাবে রাস্তা নির্মাণের কাজ করা হোক, এ ব্যাপারে আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *