Kolkata Municipality : পুলিশের মতো ১৩ মাসের বেতন দেওয়ার চিন্তা কলকাতা পুরসভায় – kolkata municipality is thinking of giving 13 months salary like police


তাপস প্রামাণিক
কলকাতা শহরকে পরিচ্ছন্ন রাখতে পুরকর্মীদের হলিডে অ্যালাউন্স, নাইট অ্যালাউন্স, টিফিন অ্যালাউন্স এবং ওভারটাইম বাবদ বছরে পুরসভার খরচ হচ্ছে প্রায় ৪০ কোটি টাকা। তার মধ্যে শুধু হলিডে অ্যালাউন্স এবং নাইট অ্যালাউন্স বাবদ মোট প্রায় ৩৮ কোটি টাকা খরচ হচ্ছে। রাজ্য সরকারের (West Bengal Government) ছুটির সংখ্যা যত বাড়ছে, পুরকর্মীদের হলিডে অ্যালাউন্স এবং নাইট অ্যালাউন্সের মিটারও তত চড়ছে। বেহিসেবি খরচে লাগাম টানতে এই সব ভাতা তুলে দিয়ে পুলিশকর্মীদের মতো ১২ মাস কাজের জন্য ১৩ মাসের বেতন পুরকর্মীদের দেওয়া যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা করছেন কলকাতা পুরসভা (Calcutta Municipality) কর্তৃপক্ষ।

Kolkata Municipal Corporation : ঠিকা জমির লিজ এখন পুরসভাতেই
করোনার সময় থেকে কলকাতা পুরসভার (Calcutta Municipality) রোজগার ধাক্কা খেয়েছে। পুরসভার ভাঁড়ারের হাল এখন তলানিতে। দৈনন্দিন খরচ চালাতেই হিমশিম খাচ্ছে কলকাতা পুরসভা (Calcutta Municipality)। বেহিসেবি খরচে রাশ টানতে বলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সেই মতো খরচ কমানোর দিশা খুঁজে বার করতে মেয়রের নির্দেশে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। কলকাতা পুরসভার (Calcutta Municipality) প্রাক্তন স্পেশ্যাল কমিশনার তাপস চৌধুরীর নেতৃত্বে গঠিত ওই বিশেষ কমিটি মেয়রের কাছে জমা দেওয়া তাদের রিপোর্টে জঞ্জাল সাফাই বিভাগ-সহ গোটা পুরসভা থেকে ওভারটাইমের নিয়ম তুলে দেওয়ার সুপারিশ করেছে।

পুরসভা সূত্রের খবর, ওই রিপোর্টে বলা হয়েছে, জঞ্জাল সাফাই বিভাগের মোট ৭২০০ জন কর্মীর হলিডে অ্যালাউন্স, নাইট অ্যালাউন্স, টিফিন অ্যালাউন্স এবং ওভারটাইম দিতে গড়ে বছরে মাথা পিছু ৫৫ হাজার ৪৪৪ টাকা খরচ করতে হয় পুরসভাকে। সে ক্ষেত্রে এই খাতে এক বছরে মোট খরচের পরিমাণ প্রায় ৩৯ কোটি ৯২ লক্ষ টাকা। কিন্তু এই সব ভাতা বন্ধ করে পুলিশ বাহিনীর মতো ১৩ মাসের বেতন দেওয়া হলে ১৮ কোটি টাকা বাড়তি খরচ হবে। সে ক্ষেত্রে বছরে প্রায় ২২ কোটি টাকা বেঁচে যাবে পুরসভার। জল সরবরাহ, নিকাশির মতো বিভাগে একই পন্থা নেওয়া হলে আরও ১০ কোটি টাকা বাঁচবে- এমনই বলা হয়েছে ওই রিপোর্টে।

Property Tax Kolkata : অভিজাত আবাসনের কর বাড়ছে তিনগুণ!
বর্তমানে গড়ে প্রত্যেক মাসে প্রায় ৪০ কোটি টাকার ইলেকট্রিক বিল আসছে কলকাতা পুরসভার (Calcutta Municipality)। বিদ্যুতের খরচ বাঁচাতে রাত ৮টার পর হাইমাস্ট আলো এবং পার্কের আলো নিভিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে কমিটি। ছোট ছোট গলির আলো রাত ১০টার পর নিভিয়ে রাখা যেতে পারে বলে কমিটি জানিয়েছে। কমিটির বক্তব্য, পাম্পিং স্টেশনের বিদ্যুতের খরচ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ করলে মাসে অন্তত ২০ কোটি টাকার বিদ্যুৎ বিল বেঁচে যাবে। খরচ কমাতে নতুন করে ঠিকা শ্রমিক নিয়োগ পুরোপুরি বন্ধ করতে বলা হয়েছে। সেই সঙ্গে পুরসভার যে সব স্কুলে ৫০ জনের কম ছাত্রছাত্রী আছে, সেগুলোর সংযুক্তিকরণ ঘটাতে বলা হয়েছে। কোনও প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের মোট খরচ কখনও যেন ৫০ হাজার টাকার বেশি না-হয়। এমআইসি মিটিংয়ের টিফিন খরচ মাথাপিছু ৫০ টাকা এবং অন্যান্য অনুষ্ঠানের জন্য এই খরচের পরিমাণ ১০০ টাকার মধ্যে সীমিত রাখতে বলা হয়েছে কমিটির রিপোর্টে।

Kolkata Municipal Corporation : তেমন হলে বিপদজ্জনক বাড়ি ভাঙবে পুরসভাই
তবে পুরসভার জঞ্জাল সাফাই বিভাগের মেয়র পারিষদ দেবব্রত মজুমদারের বক্তব্য, “ওভারটাইমে খুব একটা খরচ হয় না। আমার তো মনে হয়, ১৩ মাসের বেতন দিলেই বেশি টাকা খরচ হবে।”

ব্যয় কমিয়ে আয় বাড়ানোর পন্থা
১) ওভারটাইম, হলিডে অ্যালাউন্স, নাইট অ্যালাউন্স বন্ধ
২) রাত ৮টার পর হাইমাস্ট ও পার্কের আলো নেভানো
৩) গাড়ির জ্বালানির খরচ বেঁধে দেওয়া
৪) টিফিনের প্যাকেটের দাম ৫০-১০০ টাকার মধ্যে
৫) অল্প সংখ্যক পড়ুয়া থাকা পুরস্কুলগুলির সংযুক্তিকরণ
৬) কমিউনিটি হল-এর ভাড়া বাড়ানো



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *